বাংলাদেশের ভোট আমেরিকার বাক্সেই
১৩ জুন ২০১৮ ১৮:৩৫ | আপডেট: ১৪ জুন ২০১৮ ১২:৫৫
।।সারাবাংলা ডেস্ক।।
বিশ্বকাপ শুরুর একদিন আগে মস্কোতে ফিফার ৬৮তম কংগ্রেস। সবার চোখ একদিকেই। কোন মহাদেশে যাচ্ছে ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজক হওয়ার সুযোগ। অবশেষে উত্তর আমেরিকায় পড়েছে সিংহভাগ ভোট। আফ্রিকার মরক্কোকে হারিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিন দেশ যৌথভাবে আয়োজন করছে ২৩ তম বিশ্বকাপ।
এবার আয়োজক নির্ধারণে ভোটাভুটির স্বচ্ছতা নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছুই করার আশ্বাস দিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভোটাভুটি হলো। ফিফা সদস্য হিসেবে বাংলাদেশের ভোটটা গেলো উত্তর আমেরিকায়।
শুধু বাংলাদেশই নয় ভারত-পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার সবদেশের ভোট পড়েছে এই জোটে। মরক্কোও পাত্তা পায়নি মোটেও। যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো জোটের বাক্সে পড়েছে ১৩৪ ভোট আর মরক্কোয় ৬৫।
স্পেন কোচ ঝামেলায় ভোটে অংশ নিতে পারেনি। স্লোভানিয়া ও কিউবাও বিরত থাকে ভোট দেয়া থেকে। আয়োজক হতে আগ্রহী চার দল ভোটে অংশ নেয়নি। ইরান দিয়েছে না ভোট।
অবশেষে ৩২ বছর পর বিশ্বকাপ আবারও ফিরেছে উত্তর আমেরিকাতে। সবশেষ ১৯৯৪ সালে এককভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র।
সারাবাংলা/জেএইচ/ এএম