Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যাম্পিয়নস ট্রফি!

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৯ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:১২

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির প্রদর্শনী

জটিলতা কাটছেই না চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে। ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতায় আটকে আছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির সূচি, চূড়ান্ত হয়নি ভেন্যুও। ভারতের চাওয়া হাইব্রিড মডেল; অন্যদিকে লভ্যাংশ বৃদ্ধি, ক্ষতিপূরণ ও ভারতের সঙ্গে ‘পার্টনারশিপ ফর্মুলা’র প্রস্তাব দিয়েছে আয়োজক পাকিস্তান। দুই দেশই যার যার অবস্থানে অনড়। তবে এই অনিশ্চয়তার মধ্যেই নতুন গুঞ্জন; টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে গড়াতে পারে চ্যাম্পিয়নস ট্রফি।

বিজ্ঞাপন

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, ভারত-পাকিস্তানের ইস্যুতে সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে উঠতেই আইসিসিকে টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের প্রস্তাব দিয়েছেন স্টেকহোল্ডাররা। তাদের দাবি, ২০ ওভারের ক্রিকেট অতটা সময়সাপেক্ষ নয়। একইসাথে যার বৈশ্বিক জনপ্রিয়তাও রয়েছে। টুর্নামেন্ট মাঠে গড়াতে বাকি আর মাত্র ৭৫ দিন। তাই ব্রডকাস্ট, স্পন্সরশিপ ও আর্থিক দিক বিবেচনা করে আইসিসি এই প্রস্তাবে সাড়া দিতে পারে বলেও জোর গুঞ্জন রয়েছে। তবে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিজ্ঞাপন

তবে এই দোলাচলেও থেমে নেই চ্যাম্পিয়নস ট্রফির বিশ্ব ভ্রমণ। গত ০৯ ডিসেম্বর বাংলাদেশে এসে পৌঁছায় ট্রফিটি। এরপর গত বুধবার কক্সবাজারের লাবণী পয়েন্ট সমুদ্র সৈকতে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল ট্রফির প্রদর্শনী। গতকাল ( ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার) রাজধানীর পান্থপথস্থ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফিটি দেখতে পেরেছেন সাধারণ দর্শনার্থীরা।  আজ (বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ সফর।

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর