Saturday 14 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিএল টি-টোয়েন্টি
শান্তকে ছাপিয়ে নায়ক রাব্বি, প্রথম জয় বরিশালের

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৪ ১৮:১০

রাজশাহীকে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম জয় পেয়েছে বরিশাল

চোট কাটিয়ে মাঠে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। আর রাজশাহীর হয়ে ফেরাটাও রাঙালেন ৫৪ বলে ৮০ রানের দারুণ এক ইনিংসে। সিলেট একাডেমি মাঠে অধিনায়কের ব্যাটে ভর করেই পাঁচ উইকেটে ১৮৪ রানের বড় সংগ্রহ পায় রাজশাহী। কিন্তু শান্তর প্রত্যাবর্তন ম্লান করে ঝড়ো ফিফটিতে বরিশালকে পাঁচ উইকেটের জয় পাইয়ে দিলেন ফজলে মাহমুদ রাব্বি। চলতি এনসিএল টি-টোয়েন্টিতে এটি প্রথম জয় বরিশালের। প্রথম দুই ম্যাচে হেরেছেন সোহাগ গাজীরা। 

বিজ্ঞাপন

১৮৫ রানের লক্ষ্যে তিন বল হাতে রেখেই টপকে গেছে বরিশাল। রান তাড়ায় নেমে ওপেনিং জুটিতেই ৭৯ রান তোলেন আব্দুল মজিদ ও ইফতেখার হোসেন। শান্তর থ্রোতে রান আউট হয়ে মজিদ ফিরলে উইকেটে যান রাব্বি। শফিকুলের বলে আউট হওয়ার আগে ৩৪ বলে তিনটি করে ছক্কা আর চারে ৫৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। শেষদিকে মঈন খানের আট বলে ১৫ রানের ক্যামিওতে ম্যাচ জিতে বরিশাল। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বরিশালের বোলারদের ওপর চড়াও হন শান্ত। হাবিবুর রহমান সোহানের সাথে গড়েন ৮৯ রানের দারুণ এক জুটি। উড়ন্ত সূচনাকে কাজে লাগিয়ে ১১ বলে ২৩ রানের ক্যামিও খেলেন সাব্বির হোসেন। মিডল অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও শান্ত উইকেটে ছিলেন ১৯-তম ওভার পর্যন্ত। মেহেদী হাসানের বলে থামার আগে ৫৪ বলে পাঁচটি চার ও চারটি ছক্কায় খেলেন ৮০ রানের ইনিংস।

সারাবাংলা/জেটি

এনসিএল টি-টোয়েন্টি নাজমুল হোসেন শান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর