Tuesday 17 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেঞ্চুরি হাঁকিয়ে জাতীয় দলে চোখ বিজয়ের

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৪ ২২:২৪

এনামুল হক বিজয় সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন গত মার্চে। অনেকদিন পর গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে সুযোগ পেয়েছিলেন, তবে রান পাননি। তারপর মার্চে শ্রীলংকা সিরিজের প্রথম ম্যাচেও রান না পেলে আবারও দল থেকে ছেটে ফেলা হয় বিজয়কে। চলতি জাতীয় লিগ টি-টোয়েন্টিতেও সুবিধা করতে পারছিলেন না খুলনা বিভাগের ক্রিকেটার। তবে আজ দারুণ একটা সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন, নিজের রানখরাও কাটিয়েছেন। সেঞ্চুরি করা বিজয়ের চোখে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে ৬৭ বলে ১০১ রান করেন বিজয়। এমন ইনিংসের পর জাতীয় দলে ফেরার প্রসঙ্গ উঠলে বিজয় বলেছেন, ‘দেখুন চ্যালেঞ্জ একটা আছে খেলোয়াড়ের হিসেবে খেলোয়াড়ের, আরেকটা থাকে নিজের ওপর। আমার উন্নতি হচ্ছে কি না, দলে অবদান রাখতে পারছি কিনা, যখন আমার যে ভূমিকা থাকে সেটা পালন করতে পারছি কি না এসব খুব গুরুত্বপূর্ণ। অন্যথায় আমি চিন্তা করি ওর জায়গায় আমি খেলব বা… আমি যদি এখানে ভালো করতে থাকি আমার টিম ম্যানেজমেন্টও কিন্তু বলবে এই খেলোয়াড় ভালো খেলছে, আপনি কেন জাতীয় দলে নিচ্ছেন না।’

বিজ্ঞাপন

ভালো খেললে আবারও নির্বাচকদের নজরে যে পরবেন সেটা ভালো করেই জানেন বিজয়। তাই পারফর্ম করার দিকেই তার সকল মনোযোগ। বলেছেন, ‘আমি যদি ভালো খেলি নির্বাচকরা দেখবে, সবাই দেখবে এই খেলোয়াড়টা ভালো আছে দলের জন্য কাজে লাগবে। অনেক সময় অনেক জায়গার খেলোয়াড় ভালো খেলে, কিন্তু তার জায়গায় ইতোমধ্যে খেলোয়াড় থাকে হয়তো সেও ভালো খেলছে। সে কারণে সুযোগ পায় না। সেটাও বুঝতে হবে। আমার কাছে মনে হয় দলের যখন প্রয়োজন হবে, দল যদি চায় এই খেলোয়াড়কে দরকার, এই ভূমিকা পালন করবে তাহলে সে সুযোগ পাবে। সেটা আমার ক্ষেত্রেও হতে পারে, যে কারও ক্ষেত্রেও হতে পারে।’

অনেকদিন যাবত রানে ছিলেন না। আজ সেঞ্চুরি পেলেও বিজয়ের নিজের কাছে তার ব্যাটিংটা মনপুত মনে হয়নি। উন্নতির জায়গা দেখছেন ৩২ বছর বয়সী ক্রিকেটার, ‘আমি খুব ভালো ব্যাটিং করেছি তা না। আমার কাছে মনে হয়েছে আমি খুব চেষ্টা করেছি মারার, রান বের করার। আসলে আমি পারছিলাম না, খুবই চেষ্টা করছিলাম। যখন ১৬ ওভার পর্যন্ত ধারাবাহিকভাবে চেষ্টা করেছি মারার, কিন্তু হচ্ছিল না ব্যাটে-বলে। এরপর মোমেন্টাম পেলাম, কিছু বল ব্যাটে লাগল এবং যখন স্কোরবোর্ডে দেখলাম ৮৮ রান, তখন মনে হয়েছে এক ওভার বাকি আছে দুইটা বাউন্ডারি হলে সেঞ্চুরি সম্ভব। তার আগপর্যন্ত আমি একবারও মনে করিনি যে আমি খুব ভালো ব্যাটিং করছি।’

সারাবাংলা/এসএইচএস

এনামুল হক বিজয়

বিজ্ঞাপন

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল
১৭ ডিসেম্বর ২০২৪ ২১:৩৩

আরো

সম্পর্কিত খবর