হোয়াইটওয়াশের মিশনে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
২০ ডিসেম্বর ২০২৪ ০৬:০১ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১২:১৪
টানা দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। কিংসটাউনে উইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে লিটন দাসদের সামনে থাকছে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের সুযোগ। এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
একাদশে এসেছে একটি পরিবর্তন। আগের ম্যাচে হাতে চোট পাওয়া সৌম্য সরকারের জায়গায় একাদশে এসেছেন পারভেজ হোসেন ইমন। সর্বশেষ ভারত সফরে টি-টোয়েন্টি খেলেন এই বাঁহাতি ওপেনার। উইন্ডিজ নামছে দুটি পরিবর্তন নিয়ে। টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে জাস্টিন গ্রিভস ও জেইডেন সিলসের।
বাংলাদেশ একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ব্রান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, রোস্টন চেজ, জেইডেন সিলস, গুড়াকেশ মোতি, আলজারি জোসেফ, ও ওবেদ ম্যাকয়।
সারাবাংলা/জেটি