নেপালকে উড়িয়ে ফাইনালে বাঘিনীরা
২০ ডিসেম্বর ২০২৪ ১৬:২০ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৮:৪১
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডের ম্যাচে ভারতের বিপক্ষে আগের ম্যাচে বড় ব্যবধানের হার। ফাইনালে উঠতে তাই আজ (শুক্রবার, ২০ ডিসেম্বর) নেপালকে হারাতেই হতো বাংলাদেশের। সেটা হেসেখেলেই করলেন বাংলাদেশের সুমাইয়া-ফাহমিদারা। নেপালের দেয়া ৫৫ রানের লক্ষ্য অনায়াসে মাত্র এক উইকেট হারিয়ে টপকে গেছে বাংলাদেশ। ৯ উইকেটের এই জয়ে নিশ্চিত করল ফাইনালও।
মালয়েশিয়ার কুয়ালালামপুরের বায়মাস ওভালে বৃষ্টির জন্য ১১ ওভারে নেমে আসা ম্যাচ বাংলাদেশ জিতল ৭ বল হাতে রেখে। আগামী ২২ ডিসেম্বর ফাইনালে সুমাইয়াদের প্রতিপক্ষ ভারত।
ছোট লক্ষ্য তাড়ায় নেমে একেবারেই তাড়াহুড়ো করেননি দুই ওপেনার ফাহমিদা-ইভা। ঠান্ডা মাথার সাবলীল ব্যাটিংয়ে ৭.২ ওভারে তোলেন ৪৬ রান। ম্যাচের ভাগ্য গড়ে দেয়া সেই জুটি অবশ্য ভেঙেছে কুসুম গোদারের বলে ইভা বোল্ড হয়ে ফেরার পর। ২১ বলে ১৮ রান করেন তিনি। ইভা ফিরলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ফাহমিদা, সঙ্গী ছিলেন সুমাইয়া সুবর্ণা। ৩টি চারের মারে ৩২ বলে ২৬ রান অপরাজিত থাকেন ফাহমিদা, সুমাইয়া সুবর্ণা খেলেন ৬ বলে ১০ রানের অপরাজিত ইনিংস।
এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে নেপালের ব্যাটিং অর্ডার। দ্বিতীয় ওভারেই রান আউটে কাটা পড়েন ওপেনার সানা পারভীন। ১১ রানের দলীয় সর্বোচ্চ ইনিংসে যা একটু লড়াইয়ের চেষ্টা করেন কেবল সাবিত্রী ধামি। তিনিও ফেরেন রান আউট হয়েই। সব মিলিয়ে তিন নেপালি ব্যাটার আজ রান আউট হয়েছেন। সব মিলিয়ে ৮ উইকেটে ৫৪ রান করে নেপাল। শেষ ৭ উইকেট নেপাল হারিয়েছে ২৫ রানের ব্যবধানে। একটি করে উইকেট নেন ফারজানা-আনিসা-ফাহমিদা ও হাবিবা।
সারাবাংলা/জেটি