Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাকের-শামীমের জন্য আইসিসির কাছে পুরস্কার চাইলেন বিশপ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১২:৩৩ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৭:৪১

জাকের আলী অনিকের দুর্দান্ত ব্যাটিংয়ের পর চমৎকার বোলিং পাফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এদিকে, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক ইয়ান বিশপের মন কেড়েছে অন্য একটা ঘটনা। তাতে বাংলাদেশের দুই ক্রিকেটার জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারীকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেওয়ার দাবি তুলেছেন বিশপ।

ম্যাচে ঘটনার সময় বিশপ মুগ্ধতা প্রকাশ করেছেন ধারাভাষ্যে বসে। পরে টুইট করে আইসিসির কাছে সুপারিশ করেছেন জাকের-শামীমকে পুরস্কৃত করতে।

বিজ্ঞাপন

ঘটনা ম্যাচের বাংলাদেশ ইনিংসের ১৪তম ওভারে। ওড়াকেশ মোতির বলে চালিয়েছিলেন জাকের আলী। সীমানার দিকে যাওয়া বলটা ক্যাচ নিতে ডাইভ দিয়েছিলেন ওবেদ ম্যাকয়। কিন্তু বল তালুবন্দি করতে পারেননি, উল্টো আঘাত পান।

এদিকে, জাকের ও শামীম দৌড়ে রান নিচ্ছিলেন। কিন্তু ওবেদ ম্যাকয় আঘাত পেয়েছেন এটা দেখার পর তৃতীয় রান নেওয়া থেকে বিরত থাকেন দুজন। বিষয়টি অনেকেরে মতো মুগ্ধ করেছে ইয়ান বিশপকেও। সেই সময় ধারাভাষ্যে থাকা বিশপ ঘটনাটিকে ‘গ্রেট স্পোর্টসম্যানশিপ’ হিসেবে অ্যাখ্যা দেন।

পরে টুইটারে বিশপ লিখেছেন, ‘যদি আইসিসি ২০২৪ সালের স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দেয়, আমার পরামর্শ সেই মুহূর্তটিকে দেওয়ার, যখন সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জাকের আলী ও শামীম হোসেনের রানের জন্য দৌড় থামিয়ে দিয়েছেন এটা বুঝতে পেরে যে, আউটফিল্ড ক্যাচ নিতে গিয়ে ওবেদ ম্যাকয় আঘাত পেয়েছেন।’

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রতি বছর বিভিন্ন বিভাগে পুরস্কার দিয়ে থাকে। এর মধ্যে একটা হচ্ছে ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’। ‘স্পিরিট অব দ্য গেম’ সমুন্নত রাখার জন্য উল্লেখ্যযোগ্য ঘটনাকে এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। ক্রিকেটার এবং ক্রিকেট দলকে এই পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশ ক্রিকেট দল বা বাংলাদেশি কোনো ক্রিকেটার অতীতে এই পুরস্কার জিতেনি।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর