Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিএল টি-টোয়েন্টি
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল খুলনা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৬:২৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৬:২৮

চট্টগ্রামকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল খুলনা

জয়ের জন্য শেষ ওভারে চট্টগ্রামের প্রয়োজন ছিল ২৪ রানের। খুলনার আল আমিন হোসেনের করা শেষ ওভারে ২টি চার ও একটি ছক্কায় সমীকরণ প্রায় মিলিয়েও ফেলেছিলেন নাঈম হাসান। কিন্তু শেষ পর্যন্ত হলো না, ৭ রানে ম্যাচ হারল চট্টগ্রাম। এনসিএল টি-টোয়েন্টির এলিমিনেটরে খুলনার দেয়া ১৪৭ রানের লক্ষ্যে তাড়া করতে গিয়ে ৬ উইকেটে ১৩৯ রান তুলতে পারে বন্দর নগরীর দলটি। এই জয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল খুলনা। 

দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের বিপক্ষে খেলবে প্রথম কোয়ালিফায়ারে বিজিত দল। জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে।

বিজ্ঞাপন

১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাসুম খান টুটুল-মেহেদী হাসান রানার চেপে ধরা বোলিংয়ে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম। দলীয় ১১ রানে ওপেনার মাহমুদুল হাসান জয়কে হারানোর পর সাদিকুর রহমানও সুবিধা করতে পারেননি। শাহাদাত দীপু ১৪ বলে ২৩ রানের ইনিংসে বড় কিছুর ইংগিত দিলেও আউট হন রানার বলে। 

মুমিনুল হক, ইরফান শুক্কুরও আউট হয়েছেন সিংগেল ডিজিটে। ৫৩ রানের জুটিতে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন অধিনায়ক ইয়াসির আলী ও নাঈম হাসান। রানার বলে আউট হওয়ার আগে ২৭ বলে ৩৭ করেন ইয়াসির। কার্যত তার বিদায়ের পর আরো নিশ্চিত হয়ে যায় চট্টগ্রামের পরাজয়। শেষদিকে নাঈমের ২৭ বলে ৩৪* রানের ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নুরুল হাসান সোহানের ফিফটিতে ১৪৬ রানে অল আউট হয় খুলনা। ৩৯ বলে ৫২ রান করেন সোহান। চার উইকেট নেন আহমেদ শরীফ।  

সারাবাংলা/জেটি

এনসিএল টি-টোয়েন্টি

বিজ্ঞাপন

বাগেরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২১ ডিসেম্বর ২০২৪ ১৬:১০

টাঙ্গাইলে বাসচাপায় নিহত ২
২১ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৫

আরো

সম্পর্কিত খবর