এনসিএল টি-টোয়েন্টি
ঢাকা মেট্রোর জয়রথ থামিয়ে ফাইনালে রংপুর
২১ ডিসেম্বর ২০২৪ ১৭:২৭
টানা ৭ জয়ে প্রথম দল হিসেবে এনসিএল টি-টোয়েন্টির শেষ চার নিশ্চিত করেছিল ঢাকা মেট্রো। কিন্তু সরাসরি ফাইনালে ওঠার লড়াইতেই খেই হারাল দলটা। আজ (শনিবার, ২১ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লো স্কোরিং প্রথম কোয়ালিফায়ারে তাদের ৪ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল রংপুর। অবশ্য এখনো ফাইনালে ওঠার সুযোগ এখনো আছে ঢাকা মেট্রোর সামনে। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের হারাতে হবে খুলনাকে।
সিলেটের স্লো উইকেটে আলাউদ্দিন বাবু-রবিউল হকের বোলিং তোপে ৯ উইকেটে ১০৭ রান তুলতে সমর্থ হয় ঢাকা মেট্রো। তবে ছোট এই লক্ষ্য তাড়া করতে নেমেও ঘাম ঝরেছে রংপুরের। ওপেনার রিজওয়ান-মামুন উইকেটে সেট হলেও ইনিংস বড় করতে পারেননি। ছন্দে থাকা অধিনায়ক আকবর আলী ফিরেছেন শহীদুলের সরাসরি দুর্দান্ত এক থ্রোতে রান আউট হয়ে। ৬২ রানের মধেই ৪ উইকেট হারিয়ে রংপুর যখন খানিকটা ব্যাকফুটে, তখন হাল ধরেন আরিফুল হক-তানবীর হায়দার। দুজনই খেলেছেন ২২ রানের ইনিংস। তবে আরিফুল ফিরলেও তানবীর মাঠ ছেড়েছেন দলকে ম্যাচ জিতিয়ে।
টস জিতে ব্যাট করতে নেমে আজ বড় রান আসেনি মেট্রো অধিনায়ক নাঈম শেখের ব্যাটে। আরেক ওপেনার ইমরানউজ্জামান খেলেন ৩০ রানের ইনিংস। মাঝে মিডল অর্ডারে বড় ইনিংস খেলতে ব্যর্থ শামসুর রহমান শুভ, মার্শাল আইয়ুবরা। শেষদিকে আমিনুল বিপ্লবের ২৪ বলে ২৩ রানের ইনিংসের সাথে আবু হায়দার রনি ৮ বলে ১৬ রানের ইনিংসে দলীয় শতরান পেরোয় ঢাকা মেট্রো। তিন উইকেট নেন রবিউল, দুই উইকেট পেয়েছেন আলাউদ্দিন।
সারাবাংলা/জেটি