প্রতারণার মামলায় রবিন উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
২১ ডিসেম্বর ২০২৪ ১৮:২৯
ভারতের হয়ে ৯ বছরের বেশি রবিন উথাপ্পার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। জাতীয় দলে ২০১৫ সালের পর আর দেখা না গেলেও এই উইকেটকিপার খেলে যাচ্ছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। কিন্তু এবার ভিন্ন কারণে আলোচনায় তিনি। প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রায় ৩৩ লাখ টাকা জালিয়াতির অভিযোগে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, বেঙ্গালুরুভিত্তিক পোষাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেঞ্চারাস লাইফস্টাইলের কর্মীদের জমাকৃত প্রভিডেন্ট ফান্ডের প্রায় ২৩ লাখ ৩৬ হাজার ৬০২ রুপি
নিজের কাছে রেখে দিয়েছেন উথাপ্পা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ লাখ টাকা। এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালকও তিনি। এনডিটিভির প্রতিবেদনে আরো বলা হয়েছে, আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে কর্তনকৃত এই অর্থ ফিরিয়ে দিতে হবে উথাপ্পাকে। নইলে জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হবে।
গত ০৪ ডিসেম্বর উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন কর্নাটকের আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার সাদাক্ষরি গোপাল রেড্ডি। এর আগে তার বিরুদ্ধে কর্মীদের বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য অর্থ কেটে রেখে সেটি তহবিলে জমা না দেয়ার অভিযোগ দায়ের করে প্রতিষ্ঠানটি।
ভারতের হয়ে ৪৬ টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার ব্যাটার।
সারাবাংলা/জেটি