বাড়ল নারী ক্রিকেটারদের বেতন, জ্যোতিরা কে কত পাবেন?
২২ ডিসেম্বর ২০২৪ ১৩:১৮
২০২৪-২৫ মৌসুমের জন্য জাতীয় দলের নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির অনুমোদন দিয়েছে বিসিবি। গতকাল রাতে (শনিবার) বোর্ড সভা শেষে আনুষ্ঠানিক ঘোষণায় বিসিবি জানিয়েছে, সব ক্যাটাগরির মোট ১৮ ক্রিকেটারদের বেতন বেড়েছে নতুন কেন্দ্রীয় চুক্তিতে। একইসাথে পুরুষ ক্রিকেট দলের মতো চালু হচ্ছে উইনিং বোনাসও।
নারীদের কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে বেতন বেড়েছে ২০ হাজার টাকা করে। ‘এ’ ক্যাটাগরিতে আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, রিতু মনি ও নাহিদা আক্তার। তারা মাসিক বেতন পাবেন ১ লাখ ২০ হাজার টাকা করে। ’বি’ ক্যাটাগরির ৬ ক্রিকেটারের বেতন হবে ১ লাখ টাকা করে। আগের মৌসুমের চুক্তিতে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে বেতন ছিল যথাক্রমে ১ লাখ টাকা ও ৮০ হাজার টাকা।
‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতনও বেড়েছে ১০ হাজার টাকা করে। নতুন কাঠামোতে ‘সি’ ক্যাটাগরিতে মাসিক বেতন ৭০ হাজার টাকা এবং ‘ডি’ ক্যাটাগরিতে বরাদ্দ হয়েছে ৬০ হাজার টাকা। ২০২৪ সালের ০১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদ থাকবে এই কেন্দ্রীয় চুক্তির।
২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে যারা আছেন-
‘এ’ ক্যাটাগরি : নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, রিতু মনি ও নাহিদা আক্তার
‘বি’ ক্যাটাগরি : ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার ও রাবেয়া খান
‘সি’ ক্যাটাগরি : সোবহানা মোস্তারি, লতা মন্ডল, জাহানারা আক্তার ও সোমা আক্তার
‘ডি’ ক্যাটাগরি : দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার ও সাথী রানি
কেন্দ্রীয় চুক্তিতে ১৮ জন থাকলেও আরো ৩০ জন নারী ক্রিকেটারকে রাখা হয়েছে ঘরোয়া চুক্তির অধীনে। ০১ নভেম্বর ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত তারা থাকবেন এই চুক্তির অধীনে। এ নিয়ে গতকাল সভা শেষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘জাতীয় দলে খেলা ক্রিকেটাররা আমাদের কেন্দ্রীয় চুক্তিতে রয়েছে। এর বাইরে আরও ৩০ ক্রিকেটারকে আমরা চুক্তির আওতায় আনব। এটি হবে পুরুষ ক্রিকেট দলের মতো, যেখানে জাতীয় (ঘরোয়া) লিগ খেলা ক্রিকেটাররা চুক্তিতে থাকে। নারী ক্রিকেটেও চালু করা হবে সেটা।’
ম্যাচ ও সিরিজ উইনিং বোনাস
আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ওয়ানডে র্যাংকিংয়ের ১ থেকে ৩ নম্বর অবস্থানে থাকা দলকে হারাতে পারলে ১ লাখ টাকা করে বোনাস পাবেন নারী ক্রিকেটাররা। ৪ থেকে ৬ নম্বর দলের বিপক্ষে জিতলে ৭৫ হাজার টাকা এবং ৭ থেকে ৯ নম্বর দলের বিপক্ষে জয় পেলে তারা বোনাস পাবেন ৩০ হাজার টাকা করে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে র্যাংকিংয়ের শীর্ষ ৩ দলের যেকোনো একটির বিপক্ষে জয় পেলে জ্যোতিরা প্রত্যেকে বোনাস পাবেন ৫০ হাজার টাকা করে। ৪ থেকে ৬ নম্বর দলের বিপক্ষে ম্যাচ জিতলে ৩৫ হাজার, ৭ থেকে ৯ অবস্থানের দলের বিপক্ষে জেতার জন্য বরাদ্দ ৩০ হাজার টাকা করে। সাদা বলের এই দুই ফরম্যাটে র্যাংকিংভেদে দলগুলোর বিপক্ষে সিরিজ জিতলে একই হারে বোনাস পাবেন নারী ক্রিকেটাররা।
সারাবাংলা/জেটি