নাঈম শেখের ফিফটিতে আগে ব্যাটিং করা ঢাকা মেট্রো ১১৯ রানের বেশি তুলতে পারেনি। জাতীয় লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে পরে এই রানটাও করতে পারেনি খুলনা বিভাগ। খুলনাকে মাত্র ৮১ রানে গুটিয়ে দিয়ে জাতীয় লিগ টি-টোয়েন্টির ফাইনালে উঠে গেছে ঢাকা মেট্রো। ফাইনালে রংপুর বিভাগের সঙ্গে লড়বে ঢাকা মেট্রো।
বিপিএলের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে এবারের জাতীয় লিগ টি-টোয়েন্টিকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুর দিকে এই টুর্নামেন্টের ম্যাচগুলোতে রান উঠছিলও। কিন্তু প্লে-অফ রাউন্ডে এসে সেই ব্যাটিং পিচ আর থাকল কই! মন্থর বোলিং সহায়ক পিচই দেখা যাচ্ছে এখন। প্রথম কোয়ালিফায়ারের মতো আজ দ্বিতীয় কোয়ালিফায়ারেও রান উঠল না।
রোববার (২২ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১৯ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে শুরু থেকেই খুলনাকে নাস্তানাবুদ করেছে ঢাকা মেট্রো। স্পিনার রাকিবুল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, আলিস আল ইসলামদের সেভাবে খেলতেই পারেনি খুলনার ব্যাটাররা।
দলীয় ৫০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল দলটি। তারপর আর কোমড় সোজা করে দাঁড়াতে পারেনি খুলনা। শেষ পর্যন্ত গুটিয়ে গেছে ৮১ রানেই। মোসাদ্দেক হোসেন সৈকত ১৩ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন রাকিবুল ও মারুফ। আলিস আল ইসলাম ১টি উইকেট পেলেও ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ৫টি।
এর আগে ঢাকা মেট্রোর ইনিংসটা এগিয়েছে নাঈম শেখের ব্যাটে। টুর্নামেন্ট জুড়ে দারুণ ফর্মে থাকা নাঈম ওপেনিংয়ে ইমরানুজ্জামানের সঙ্গে তোলেন ৪০ রান। নাঈম ক্রিজে ছিলেন ১৮তম ওভার পর্যন্ত। তাতে ৬টি চার ১টি ছয়ে ৫৩ বলে করেন ৫৭ রান। শেষ পর্যন্ত এই রানটাই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।