এনসিএল টি-টোয়েন্টি
ফাইনালের আগে ব্যাটে-বলে এগিয়ে কারা?
২৩ ডিসেম্বর ২০২৪ ১৬:০৯
আগামীকাল রংপুর-ঢাকা মেট্রো ফাইনাল দিয়ে পর্দা নামতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টির। দুপুর ১২.৩০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ম্যাচটি। শুধুমাত্র বাংলাদেশিদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে ব্যাটে-বলে কেমন করলেন ক্রিকেটাররা?
অখ্যাত-আনকোরা, এতদিন আড়ালে থাকা তরুণরা যেমন নজর কেড়েছেন, তেমনি জাতীয় দল থেকে বাদ পড়া কিংবা ব্রাত্য হয়ে যাওয়া অনেকেও নিজেদের চিনিয়েছেন নতুন করে। যে উদ্দেশ্যে এনসিএল টি-টোয়েন্টি আয়োজিত হয়েছিল, সেটা অনেকাংশেই সফল। অন্তত সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারির তালিকার দিকে তাকালে এটা বেশ স্পষ্ট হয়েই ধরা দেবে, টি-টোয়েন্টির বাড়ন্ত যুগে স্থানীয় ক্রিকেটারদের পারফর্ম করার মঞ্চ তৈরি করে দেয়া।
শীর্ষ ৫ রান সংগ্রাহক
নাঈম শেখ, ঢাকা মেট্রো, ৩১৬ রান
জিশান আলম, সিলেট বিভাগ, ২৮১ রান
নুরুল হাসান সোহান, খুলনা বিভাগ, ২৬৬ রান
হাবিবুর রহমান, রাজশাহী বিভাগ, ২৫৯ রান
আজিজুল হাকিম তামিম, খুলনা বিভাগ, ২৩৭ রান
শীর্ষ ৫ উইকেট শিকারি
আহমেদ শরীফ, চট্টগ্রাম বিভাগ, ১৭ উইকেট
আলাউদ্দিন বাবু, রংপুর বিভাগ, ১৬ উইকেট
রকিবুল হাসান, ঢাকা মেট্রো, ১৪ উইকেট
আলিস আল ইসলাম, ঢাকা মেট্রো, ১২ উইকেট
আবু হায়দার রনি, ঢাকা মেট্রো, ১২ উইকেট
সারাবাংলা/জেটি