Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্যোতি-পিংকির সেঞ্চুরির ম্যাচে স্পিনারদের দাপট

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৫০

এক ম্যাচ দুই সেঞ্চুরিয়ান, দুই স্পিনারের ১৩ উইকেট

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাস গড়েন নিগার সুলতানা জ্যোতি। আজ রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে সেন্ট্রাল জোনের অধিনায়ক জ্যোতির এই ইনিংসের জবাব নর্থ জোনের ফারজানা পিংকিও দিলেন দারুণ এক সেঞ্চুরিতে। দ্বিতীয়বারের মতো আয়োজিত নারীদের প্রথম শ্রেণীর টুর্নামেন্ট বিসিএলে তাদের সাথে দাপট দেখিয়েছেন দুই দলের দুই স্পিনার নাহিদ আক্তার ও জান্নাতুল ফেরদৌস সুমনা। ব্যাটে-বলে দারুণ লড়াইয়ে ড্র হয়েছে 

গত ২১ ডিসেম্বর শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪০ রান তুলে ১ম ইনিংস ঘোষণা করে নর্থ জোন। পিংকি খেলেন ৮৬ রানের ইনিংস। ফিফটি পেয়েছেন রিতু মনিও। একাই ৭ উইকেট নেন সেন্ট্রাল জোনের নাহিদা। ২৭ ওভার বল করে ১৫টি মেইডেনসহ মাত্র ৪৮ রানে ৭ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। 

বিজ্ঞাপন

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারের জোড়া ফিফটিতে দারুণ শুরু পায় সেন্ট্রাল জোন। তবে দলীয় ১২৪ রানেই ফেরেন দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা লিসা। তবে চার নম্বরে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ পর্যন্ত ছিলেন অধিনায়ক জ্যোতি। ২০ চার ও ২ ছক্কায় ২৫৩ বলে ১৫৩ রানে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটার। ৮ উইকেটে ৩৮৭ রান তুলে ঘোষণা করে ইনিংস। নর্থ জোনের জান্নাতুল সুমনা নেন ৬ উইকেট। 

১৪৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা নর্থ জোনের হয়ে দারুণ ব্যাট করেছেন দুই ওপেনার পিংকি ও ইশমা তানজিম। দুজন মিলে গড়েন ১৯৬ রানের বিশাল জুটি। ব্যক্তিগত ৯০ রানে ইশমা আউট হলেও এই ইনিংসে সুযোগ হাতছাড়া করেননি পিংকি। ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সেঞ্চুরি করে। খেলেছেন ১০২ রানের অপরাজিত ইনিংস। 

রাজশাহীর বাংলা ট্র্যাক একাডেমিতে অন্য ম্যাচে ইস্ট জোনকে দশ উইকেটে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে সাউথ জোন।

সারাবাংলা/জেটি

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর