Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন বাংলাদেশে বিপিএলকে নতুন করে সাজানো হবে

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ২২:৪৯ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ০২:১৭

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঠের খেলা শুরু হবে ৩০ ডিসেম্বর। আজ হয়ে গেল বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট। বেশ কিছু সংগীতশিল্পীর পরিবেশনার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ, গ্রাফিতি প্রদর্শন, আতশবাজি, ট্রফি উন্মোচন করা হয় আয়োজনে। আয়োজনের মূল আকর্ষণ ছিলেন পাকিস্তানের কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

আয়োজনে কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। আসিফ মাহমুদ বলেছেন, অনেক ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ মিলেছে। নতুন বাংলাদেশে সব কিছুকেই সাজানো হচ্ছে নতুন ভাবে। বিপিএলকেও সাজানো হয়েছে নতুন করে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেলে শুরু হয় ‘বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট’। অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে এক মিনিটের নীরবতা পালন করার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। শুরুতে ‘অ্যাভয়েড রাফা’র পরিবেশনা। এরপর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবি সভাপতি ফারুক আহমেদ মঞ্চে উঠে কথা বলেছেন।

আসিফ মাহমুদ জুলাই বিপ্লবের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘একটা দীর্ঘ লড়াইয়ের পর আজকের এই বাংলাদেশে আছি, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে প্রতিটি ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

‘এবারের বিপিএলে থিম সং, মাস্কটসহ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠের খেলাও উপভোগ্য করতে বিসিবি অনেক কাজ করছে। এই উদ্যোগে মাননীয় প্রধান উপদেষ্টাও (মুহাম্মদ ইউনুস) সরাসরি যুক্ত ছিলেন। সর্বোপরি আশা করি, এবারের বিপিএল নতুন বাংলাদেশে একটি নতুন বিপিএল হিসেবে সবার নিকট উপভোগ্য হবে।’

স্বাগত বক্তব্যে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, তারা এখন মাঠের ক্রিকেটের অপেক্ষায় আছেন। বিসিবি সভাপতি বলেন, ‘বিপিএলের জন্য এরই মধ্যে অনেক কাজ করেছি। প্রধান ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় থিম সং, গ্রাফিতি উন্মোচন করেছি। অনেক ইভেন্ট হয়েছে। এখন অপেক্ষা করছি এই মিউজক ফেস্টগুলো শেষ হওয়ার পর আমাদের মূল ইভেন্ট যেটা… খেলা শুরু করব। আমি সবচেয়ে বেশি আশা করব, তারা (ক্রিকেটাররা) যেন খুব ভালোভাবে অংশ নেয়।’

জুলাই গণ অভ্যূত্থানে আহতদের কয়েকজনও ছিলেন মিরপুরের ‘বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট’। গণ আন্দোলনে প্রায় হারানো সকলের প্রতি শ্রদ্ধানো হয়।

উল্লেখ্য, সবকিছু ঠিক থাকলে বিপিএলের মাঠে খেলা শুরু হতে পারে আগামী ৩০ ডিসেম্বর।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর