Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ায় প্রশ্ন উঠল— বুমরার বোলিং অ্যাকশন কি বৈধ?

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ২১:৩১ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ০০:১২

ভারতের তারকা বোলার যশপ্রীত বুমরার বোলিং অ্যাকশন সঠিক কিনা প্রশ্ন তুললেন অস্ট্রেলিয়ার প্রবীন ধারাভাষ্যকার ইয়ান মরিস। ভারতীয় তারকার বোলিং অ্যাকশন পরীক্ষা করে দেখার দাবি তুলেছেন মরিস।

চলতি বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে ভারত-অস্ট্রেলিয়ার মাঠের লড়াইটা হচ্ছে হাড্ডাহাড্ডি। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি জিতে এগিয়ে গিয়েছিল ভারত। দ্বিতীয় টেস্টে দশ উইকেটে জিতে সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া। দু’দলের তৃতীয় টেস্টটা হয়েছে ড্র। মেলবোর্নে বৃহস্পতিবার মাঠে গড়াবে চতুর্থ টেস্ট। তার আগে বুমরার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠল অজি গণমাধ্যমে।

মেলবোর্ন টেস্ট শুরুর আগে ইয়ান মরিস তার এক্স একাউন্টে লিখেছেন, ‘বুমরার অ্যাকশন নিয়ে কেউ প্রশ্ন তোলে না কেন? ওর অ্যাকশন নিয়ে সন্দেহ রয়েছে। আমি বলছি না যে ত্রুটি আছেই। কিন্তু বল ছাড়ার সময় ওর কনুইয়ের অবস্থান খতিয়ে দেখা উচিত।’

বিজ্ঞাপন

অনেকদিন যাবত ভারতের মূল বোলার যশপ্রীত বুমরাহ। চলতি সিরিজেও বোলিং ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। তিন টেস্টে এরই মধ্যে ২১ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার, যা দুই দলের মধ্যে সর্বোচ্চ।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর