হেডকে নিয়ে বক্সিং ডে টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার
২৫ ডিসেম্বর ২০২৪ ১৬:০২
ফিটনেস জটিলতায় ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে অনিশ্চিত ছিলেন ট্রাভিস হেড। তবে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, স্ট্রেইন ইনজুরি থেকে সেরে উঠেছেন ছন্দে থাকা এই বাঁহাতি ব্যাটার। তাকে রেখেই আগামীকাল মেলবোর্নে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
ট্রাভিস হেডকে নিয়ে অজি অধিনায়ক কামিন্স বলেন, ‘ট্রাভিসের চোট নিয়ে চিন্তার কিছু নেই, সে খেলার জন্য যথেষ্ট ফিট আছে। গত দুইদিনে কিছু পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছে, কিন্তু চিন্তার কিছু নেই।’
অজিদের বক্সিং ডে টেস্টের একাদশে এসেছে দুটি পরবির্তন। ওপেনার নাথান ম্যাকসোয়েনির বদলে একাদশে এসেছেন অনভিষিক্ত স্যাম কনস্টাস। মেলবোর্ন টেস্টেই তার মাথায় উঠছে ব্যাগি গ্রিন। চোটের কারণে বাদ পড়া পেসার জশ হ্যাজলউডের জায়গায় খেলবেন আরেক ডানহাতি পেসার স্কট বোল্যান্ড।
চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দুর্দান্ত ছন্দে আছেন হেড। তিন টেস্টে পাঁচ ইনিংসে ৮১.৮ গড়ে ৪০৯ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। আছে দুটো সেঞ্চুরিও। বক্সিং ডে টেস্টে তাকে দলে পাওয়া অজিদের জন্য তাই স্বস্তিরই বটে।
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে প্রথম তিন টেস্ট শেষে ১-১ সমতায় আছে দুই দল। পার্থে সিরিজের প্রথম টেস্ট জয় দিয়ে শুরু করা ভারত অ্যাডিলেডে হেরেছে দিবারাত্রির দ্বিতীয় টেস্টে। গ্যাবায় তৃতীয় টেস্ট ভেসে গেছে বৃষ্টিতে।
সারাবাংলা/জেটি