সেরা দশে মাহেদী, ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে তাসকিন-রিশাদ
২৫ ডিসেম্বর ২০২৪ ১৭:০২ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৮:২৯
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন শেখ মাহেদী হাসান। পরের দুই ম্যাচে নেন আরও ৪ উইকেট। সব মিলিয়ে সিরিজসেরা হয়েছেন বাংলাদেশের এই অফ স্পিনার। বল হাতে দারুণ সিরিজ কাটানো মাহেদী এবার আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে ১৩ ধাপ এগিয়ে এখন সেরা দশে।
এ ছাড়া ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে উঠেছেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। ব্যাটারদের র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন জাকের আলী অনিক। আজ (বুধবার) আইসিসির সাপ্তাহিক র্যাংকিং হালনাগাদের পর জানা গেছে মাহেদী-জাকেরদের উন্নতির খবর।
উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর বোলারদের র্যাংকিংয়ে ৪০ থেকে ২৩-তম অবস্থানে আসেন মাহেদী। সিরিজের শেষ দুই ম্যাচের হিসেবি বোলিংয়ের পর এগিয়েছেন আরো ১৩ ধাপ। ক্যারিয়ার সেরা ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে আছেন দশম অবস্থানে। টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে এর আগেও বেশ কয়েকবার শীর্ষ দশে জায়গা করে নিয়েছিলেন এই ডানহাতি স্পিনার। এখন পর্যন্ত তার সেরা অবস্থান অষ্টম।
বোলারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের। সাত ধাপ এগিয়ে তাসকিন আছেন মাহেদীর এক ধাপ নিচে ১১তম অবস্থানে, যা এই ডানহাতি পেসারের ক্যারিয়ার সেরা র্যাংকিং। ২১ ধাপ এগিয়ে লেগ স্পিনার রিশাদ উঠেছেন ১৭ নম্বর র্যাংকিংয়ে।
ব্যাটারদের র্যাংকিংয়ে ৮৫ ধাপ এগিয়েছেন জাকের আলী। উইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু করেছিলেন ১৭৩ তম অবস্থানে থেকে। সিরিজের শেষ ম্যাচে ৪১ বলে ৭২* রানের বিধ্বংসী এক ইনিংস তাকে প্রথমবার নিয়ে এলো শীর্ষ ১০০ টি-টোয়েন্টি ব্যাটারের মধ্যে। ডানহাতি এই ব্যাটার এখন যুগ্মভাবে কেইন উইলিয়ামসনের সাথে ৮৭-তম অবস্থানে।
সারাবাংলা/জেটি
আইসিসি র্যাগকিং জাকের আলী অনিক তাসকিন আহমেদ রিশাদ হোসেন শেখ মাহেদী হাসান