Wednesday 25 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডি মাঠে ঢাকা-রংপুর ‘সোনালী অতীত’ প্রীতি ফুটবল ম্যাচ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ১৯:০০

ফুটবলের টানে ইমতিয়াজ আহমেদ নকীব, আরমান মিয়া, গোলাম সরোয়ার টিপুর মতো একসময়কার মাঠ কাঁপানো তারকা ফুবলারদের আরেকবার মাঠে ফেরা। যেখানে জয়-পরাজয়ের চেয়ে বন্ধুত্বের মিলনমেলাটাই ছিল মূখ্য! বন্ধুত্বের মিলনমেলার এই প্রীতি ফুটবল ম্যাচে মাঠের লড়াইয়ে শেষ হাসিটা হেসেছেন ইমতিজয়াজ আহমেদ নকীবরা।

বাংলাদেশ ফুটবলে একসময়কার মাঠ কাঁপানো সাবেক তারকাদের নিয়ে গঠিত হয়েছে সোনালী অতীত ক্লাব। আজ মুখোমুখি হয়েছিল ঢাকা ও রংপুর সোনালী অতীত ক্লাব।

বিজ্ঞাপন

রাজধানীর ধানমন্ডি শেখ জামাল মাঠের এই প্রতিযোগীতায় ১-০ গোলের জয় পেয়েছে ঢাকা সোনালী অতীত ক্লাব। জয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেছেন বাংলাদেশের সাবেক তারকা স্ট্রাইকার ইমতিয়াজ আহমেদ নকীব।

বয়সের ভারে শারীরিক ফিটনেসের সমস্যা চোখে পরল সকলের। কিন্তু মাঠের ফুটবলে এই বয়সেও স্কিলের প্রদর্শন ভালো মতোই দেখিয়েছেন নকীব, আলফাজ, আরমানরা। ঢাকা সোনালী অতীত এবং রংপুর সোনালী অতীতের ম্যাচ দেখে বারবার মনে হয়েছে “ফর্ম ইজ ট্যেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট”।

আজকের ম্যাচে আরও ছিলেন কিংবদন্তি সাবেক জাতীয় দলের প্লেয়ার গোলাম সারোয়ার টিপু, মোসাব্বের হোসেন, খোরশেদ বাবুল, আতাউর রহমান আতা মাহমুদুর রহমান টিটু, জাকারিয়া পলাশ সাইদ হাসান কানন, রাকিবুজ্জামান রাকিব, মাসুদ পারভেজ টিটু প্রমুখ।

সারাবাংলা/এসএইচএস

সোনালী অতীত ক্লাব

বিজ্ঞাপন

রেকর্ড আয়ে শীর্ষে ‘পুষ্পা ২’
২৫ ডিসেম্বর ২০২৪ ১৮:২৩

আরো

সম্পর্কিত খবর