মিশর-উরুগুয়ের লড়াই শুরু
১৫ জুন ২০১৮ ১৮:০৩
সারাবাংলা ডেস্ক ।।
১৯৯০ সালের পর থেকে বিশ্বকাপে অংশ নেওয়া ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে মিশরের। সেই মিশর আজ (বৃহস্পতিবার) আবার ফিরছে বিশ্বকাপে, গ্রুপ ‘এ’ তে নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয় হাইভোল্টেজ ম্যাচটি। প্রথম একাদশে নেই মিশরের কিং মোহামেদ সালাহ।
প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল উরুগুয়ে, প্রথম চারবারের দুবারই শিরোপা উঠেছে তাদের হাতে। এরপর লম্বা একটা সময় বিস্মৃতিতে হারিয়ে যাওয়ার পর উরুগুয়ে আবার ফিরেছে বিশ্বকাপে। সেই অর্থে ঠিক পরাশক্তি বলা যাবে না, তবে নিজেদের দিনে যে কোনো দলকেই বিপদে ফেলার সামর্থ্য আছে সুয়ারেজ-কাভানিদের। এদিকে, ইনজুরি থেকে ফিরে কতটুকু ফিট সালাহকে বিশ্বকাপে শুরু থেকেই পাওয়া যাবে সেটা নিয়ে শঙ্কা ছিল। কারণ তার ওপরেই হয়তো নির্ভর করছে মিশরের বিশ্বকাপ ভাগ্য।
বিশ্বের সেরা ফরোয়ার্ডদের দুজনই উরুগুয়ের স্কোয়াডে রয়েছেন। অন্য অনেক দলেই যেমন দুজন বিশ্বমানের স্ট্রাইকারকে একসঙ্গে খেলাতে গিয়ে হিমশিম খেয়ে যান কোচরা, উরুগুয়েতে তেমন হয়নি। কাভানি-সুয়ারেজের যুগলবন্দিই তাদের বড় সম্পদ। আগের চারবারের মতো এবার বিশ্বকাপ বাছাইপর্ব খুঁড়িয়ে খুঁড়িয়ে নয়, দুইয়ে থেকেই পা রেখেছে উরুগুইয়ানরা। মধ্যমাঠ ঠিকঠাক খেললে ভালো কিছুর আশা উরুগুয়ে করতেই পারে। অপরদিকে, সালাহ আক্রমণের ভরসা হলেও মিশরের বড় অস্ত্র রক্ষণ।
বিশ্বকাপে ১২ বার অংশ নিয়েছে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। দেশটি ১৯৩০ সালে প্রথম অংশ নেয় আর গত বছর ব্রাজিল বিশ্বকাপেও খেলেছে। উরুগুয়ের সেরা অর্জন ১৯৩০ এবং ১৯৫০ সালের শিরোপা জয়। এদিকে, মিশর বিশ্বকাপে দুইবার অংশ নিয়েছিল। কোনোবারই তেমন কোনো সাফল্য দেখাতে পারেনি। ১৯৩৪ বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া দেশটি শেষবার অংশ নেয় ১৯৯০ সালে। বিশ্বকাপে মিশরের সেরা অর্জন প্রথম-পর্ব।
সারাবাংলা/এমআরপি