Wednesday 25 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফ্রিদির বিপিএল খেলতে আসা নিয়ে প্রশ্ন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ২১:৫৭ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ২২:০৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উন্মাদনা শুরু হয়ে গেছে। এবারের বিপিএল মাঠে গড়ানোর কথা ৩০ ডিসেম্বর। প্রথম দিনেই মাঠে নামবে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সবকিছু ঠিক থাকলে প্রথম ম্যাচে বরিশালের হয়ে নতুন বলে পাকিস্তানি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে বোলিং করতে দেখতে পাওয়ার কথা। বরিশালের হয়ে বিপিএল মাতাতে অনেক আগেই চুক্তি সেরেছেন শাহিন। কিন্তু তার বিপিএল খেলতে আসা নিয়ে উঠছে নানান প্রশ্ন।

বিজ্ঞাপন

কারণ একই সময়ে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান জাতীয় দল। সেখানে না খেলে শাহিন কেন বিপিএল খেলতে আসছেন, সেই প্রশ্নই তুলছেন অনেকে।

দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান টেস্ট সিরিজের দুটি ম্যাচ হবে যে পিচে হবে দুই পিচই পেসবান্ধব। প্রথমটি হবে সেঞ্চুরিয়ানে, দ্বিতীয়টি কেপটাউনে। দুটিই পেসারদের জন্য স্বর্গ হিসেবে পরিচিত। এমন পিচে আফ্রিদি বোলিং না করে কোথায় বোলিং করবেন এমন প্রশ্ন তুলেছেন মিকি আর্থার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশ্য বলছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ‘ওয়ার্ক লোড’ কমাতেই আফ্রিদিকে টেস্টে বোলিং করতে দেওয়া থেকে বিরত রাখা হচ্ছে। এই কথার পেছনে যুক্তিও আছে।

বিপিএলে বরিশালের প্রথম পাঁচ ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আফ্রিদি। সে হিসেবে পাঁচ ম্যাচ সর্বোচ্চ ২০ ওভার বোলিং করতে হবে তাকে। আর টেস্টে এক ইনিংসেই তার চেয়ে বেশি বোলিং করতে হতে পারে। আর বিপিএল খেললে ক্রিকেটের মধ্যেই থাকা হবে। একেবারে বসে না থেকে টি-টোয়েন্টিতে চার ওভার বোলিং করে ক্রিকেটের মধ্যে থাকাটাকেই হয়ত ভালো মনে করেছেন আফ্রিদি এবং পিসিবি।

উল্লেখ্য, আফ্রিদি ফরচুন বরিশালের হয়ে খেলার জন্য পিসিবি থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫ জানুয়ারী পর্যন্ত। সেই সময়ে বরিশাল পাঁচটি ম্যাচ খেলবে।

সারাবাংলা/এসএইচএস

বিপিএল শাহিন শাহ আফ্রিদি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর