অধিনায়ক সুমাইয়া, বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
২৬ ডিসেম্বর ২০২৪ ২২:৪৯
কদিন আগে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে রানার আপ হয়েছে বাংলাদেশ। নেতৃত্বে ছিলেন সুমাইয়া আক্তার। সেই সুমাইয়াকে অধিনায়ক করেই আজ রাতে(বৃহস্পতিবার) আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।
সর্বশেষ এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন মাহারুন নেসা ও আরভিন তানি। এই দুইজনসহ মোট চারজনকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে। তাদের বদলে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন সাদিয়া ইসলাম ও লাকি খাতুন।
আগামী ০২ জানুয়ারি শ্রীলংকার কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করবেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা নারী ক্রিকেটাররা। বিশ্বকাপের আগে শ্রীলংকার বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রস্তুতি সারবেন বাংলাদেশের তরুণীরা। সিরিজটি আগামী ০৩ জানুয়ারি শুরু হয়ে চলবে ০৯ জানুয়ারি পর্যন্ত।
সর্বশেষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজকও মালয়েশিয়া। আগামী বছরের ১৮ জানুয়রি বিশ্বকাপ শুরু হবে ১৬ দলের অংশগ্রহণে। ০২ ফেব্রুয়ারি পর্দা নামবে ফাইনাল দিয়ে। টুর্নামেন্টের ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।
১৬ দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। গ্রুপ রাউন্ড শেষে প্রতি গ্রুপের শীর্ষ তিনটি করে মোট ১২টি দলকে নিয়ে হবে সুপার সিক্স। এই ১২ দল ভাগ হবে দুই গ্রুপে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দলকে নিয়ে হবে দুটি সেমিফাইনাল। দুই সেমিফাইনাল জয়ী দলকে নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
আগামী ১৮ জানুয়ারি বাঙ্গির ইউকেএম-ওয়াইএসডি ওভালে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ। আগামী ২০ ও ২২ জানুয়ারি একই মাঠে সুমাইয়ারা খেলবেন অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া অসীমা, ফাহমিদা ছোঁয়া, ফারিয়া আক্তার, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম, সুমাইয়া সুবর্ণা, হাবিবা ইসলাম, জান্নাতুল মাওয়া, মোসাম্মাৎ ইভা, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার, জুরাইয়া ফেরদৌস, লাকি খাতুন ও নিশিতা আক্তার।
স্ট্যান্ড বাই : আশরাফী ইয়াসমিন অর্থি, লেকি চাকমা, আরভিন তানি ও মাহারুন নেসা।
সারাবাংলা/জেটি
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল