Friday 27 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ সেঞ্চুরিতে সর্বোচ্চ রানের রেকর্ড জিম্বাবুয়ের

স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৪ ২১:৩৬

পঞ্চম টেস্ট সেঞ্চুরির পর শন উইলিয়ামসের উদযাপন

টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ে সর্বশেষ কত সালে ৫০০ রানের দেখা পেয়েছিল, মনে করতে পারেন? খুঁজতে গেলে ফিরতে হবে ২০০৩ সালে। সেবার হারারেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ উইকেটে ৫০৭ রানে ঘোষণা করেছিল ইনিংস। তবে আজ (শুক্রবার) বুলাওয়েতে আফগানিস্তানের বিপক্ষে শন উইলিয়ামসের সাথে অধিনায়ক ক্রেইগ আরভিন আর ব্রায়ান বেনেটের সেঞ্চুরিতে  সেই সংগ্রহ পেরিয়ে গেল জিম্বাবুয়ে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুইয়ানরা তুলেছে তাদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ৫৮৬ রানের দলীয় সংগ্রহ। 

বিজ্ঞাপন

সব মিলিয়ে ষষ্ঠবারের মতো ৫০০ রানের ইনিংসের দেখা পেল জিম্বাবুয়ে। আজকের আগে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৫৬৩/৯(ডি), ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

বক্সিং ডে টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমে ৪২ রানে পড়ে জিম্বাবুয়ের প্রথম উইকেট। ফিফটি পান দুই ইংলিশ ক্রিকেটার টম কারান ও স্যাম কারানের ভাই বেন কারান। কাইতানো ফেরেন ব্যক্তিগত ৪৬ রানে। তবে প্রথম দিন চার নম্বরে নেমে ম্যারাথন ইনিংস খেলেন উইলিয়ামস। তিন বছর অপেক্ষার পর দেখা পেয়েছেন পঞ্চম টেস্ট সেঞ্চুরির। আরেক সেঞ্চুরিয়ান ক্রেইগ আরভিনের সাথে গ্রেন ১৬৩ রানের বিশাল জুটি। 

নাভিদ জাদরানের বলে রহমত শাহর হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে খেলেন ১৫৪ রানের ঝলমলে এক ইনিংস। উইলিয়ামসের বিদায়ের পর বেনেটকে সাথে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান অধিনায়ক আরভিন। ১৭৬ বলে ১০৪ রান করেন বাঁহাতি আরভিন। মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা বেনেট সেঞ্চুরি পেয়েছেন ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে। ১২৪ বলে ১১০ রানে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটার। 

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার সেদিকউল্লাহ আতালকে হারায় আফগানিস্তান। দ্বিতীয় উইকেড়ে আব্দুল মালিকের সাথে ৬১ রানের জুটিতে সেই চাপ সামাল দেন রহমত শাহ। দিন শেষে আফগানদের সংগ্রহ ২ উইকেটে ৯৫ রান। ৪৯১ রানে পিছিয়ে থেকে শুরু করবে তৃতীয় দিনের খেলা।

সারাবাংলা/জেটি

আফগানিস্তান-জিম্বাবুয়ে টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর