টানা ৫ জয়ে উড়ছে মোহামেডান
২৭ ডিসেম্বর ২০২৪ ২২:০০
নতুন মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগে যেন অপ্রতিরোধ্য মোহামেডান স্পোর্টিং ক্লাব। টানা ৫ জয়ে রীতিমতো উড়ছে দলটি। আজ (শুক্রবার) কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিস এফসিকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলেও নিজেদের নিয়ে গেল বাকিদের ধরাছোঁয়ার বাইরে। ম্যাচের ১৭ মিনিটে আর্নেস্ট বোয়াটেংয়ের বাড়ানো থ্রু বল থেকে জয়সূচক একমাত্র গোলটি করেছেন ইমানুয়েল সানডে।
ম্যাচ হারলেও ফর্টিস বেশ ভালোই ভুগিয়েছে মোহামেডানকে। বেশ কয়েকবার গোলের সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারেননি আবদুল্লাহ ওমর-আতিকুর ফরহাদরা। চোটে পড়ে এই ম্যাচে খেলতে পারেননি মোহামেডান অধিনায়ক ও দলের অন্যতম স্ট্রাইকার সোলেমান দিয়াবাতে। তার অভাবও বেশ টের পেয়েছে মোহামেডান। ভুগেছে ফিনিশিংয়ের অভাবে। ৬৫ মিনিটে গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন সানডে, আরিফ হোসেনের বাড়ানো বলে। এর আগে ফর্টিসের আবদুল্লাহ ওমরও গোল মিস করেন ৫৪ মিনিটে।
৬৬ মিনিটে মোহামেডানের জালে ফর্টিস বল জড়িয়েও গোল পায়নি। সেটা বাতিল হয় অফ সাইডে। তবে দ্বিতীয়ার্ধেই মোহামেডানের বক্সে টানা আক্রমণ শানিয়েছে ফর্টিস। যদিও মোহামেডানের দারুণ ডিফেন্স লাইনের কারণে সেসব নস্যাৎ হয়েছে বারবার।
সারাবাংলা/জেটি
ফর্টিস এফসি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল মোহামেডান স্পোর্টিং ক্লাব