অভিমান ভুলে বাফুফেতে ফিরছেন সাফ জয়ী কোচ
২৭ ডিসেম্বর ২০২৪ ২২:২৭
‘কাজের স্বাধীনতা নেই’, বাফুফের প্রতি এমন অভিযোগ জানিয়ে গত বছরের মে মাসে বাফুফের চাকরি ছাড়েন কোচ গোলাম রব্বানি ছোটন। তার অধীনেই প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে এনেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তবে বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী আজ (শুক্রবার) জানিয়েছেন, এলিট একাডেমির প্রধান কোচ হয়ে ফিরছেন ছোটন।
বাফুফের তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের সাথে মনোমালিন্যের জেরে নারী ফুটবলের সঙ্গে দীর্ঘ ১৪ বছরের পথচলা থামিয়ে রব্বানি যোগ দেন বাংলাদেশ আর্মি নারী ফুটবলের দলের সঙ্গে। মাঝে বেশ কয়েকবার বাফুফেতে তার ফেরার আলোচনা হলেও সেটা আর বাস্তবে রূপ নেয়নি।
ছোটনের বাফুফেতে ফেরার খবর জানিয়ে জাহেদী শীর্ষ কয়েকটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি গোলাম রব্বানী ছোটনের সাথে কথা বলেছি। তিনি মৌখিকভাবে আমাকে সম্মতি দিয়েছেন। এখন ডেভেলপমেন্ট কমিটি বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারিতে আর্মি নারী দলের কোচের চাকরি ছেড়ে এলিট একাডেমির দায়িত্ব গ্রহণ করবেন ছোটন। তার সহকারী হিসেবে থাকবেন দেশীয় কোচরা। আগামী বছরের মার্চে যশোরে হবে এলিট একাডেমির প্রস্তুতি ক্যাম্প।
সারাবাংলা/জেটি