আবাহনীর চতুর্থ জয়ের দিনে রহমতগঞ্জের গোলবন্যা
২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:২৭
নতুন মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবাহনী আর রহমতগঞ্জের মধ্যে মিল কোথায়? টানা দুই জয়ে মৌসুম শুরু করা দুই দলই হেরেছে তাদের তৃতীয় ম্যাচে। আবার শেষ দুই ম্যাচে হেসেছে জয়ের হাসি। আজ কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়ে চতুর্থ জয় পেল আবাহনী। একইদিনে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ৬-১ গোলে ইয়ংমেন্স ফকিরেরপুলকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে রহমতগঞ্জ।
বিদেশি ফুটবলার ছাড়াই এই মৌসুমে খেলছে আবাহনী। তবে মাঠের খেলায় খুব বেশি সেটার প্রভাব পড়তে দেননি ফুটবলাররা। বাংলাদেশ পুলিশের বিপক্ষে ম্যাচের ২২ মিনিটে মানিক মোল্লার পাস থেকে বল পেয়ে প্লেসিং শটে দলকে এগিয়ে নেন আরমান ফয়সাল। দ্বিতীয়ার্ধের শেষদিকে ডিফেন্ডারদের ভুলে দ্বিতীয় গোল হজম করে পুলিশ। শাহরিয়ার ইমন বল পেয়ে ছোটেন পুলিশের ডি বক্সে, গোলরক্ষক এগিয়ে এসেই ঠেকাতে পারেননি তখন ইমনকে।
গাজীপুরে বোয়াটেংয়ের জোড়া গোলের সাথে তাজ উদ্দিন, নাবীব জীবন ও সাব্বির হোসেন ও রাজন হাওলাদারের একটি করে গোলে ৬-১ গোলের বড় জয় পেয়েছে রহমতগঞ্জ। এই জয়ে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে দলটি। গোল গড়ে পিছিয়ে থাকায় সমান ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আবাহনী।
সারাবাংলা/জেটি