ফিটনেস সমস্যা, বিপিএলে নেই মাশরাফি
২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৪ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৯:২০
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঠের লড়াই শুরু হতে আর মাত্র একদিন বাকি। বিপিএলে ডামাডোল বাজছে অনেক আগ থেকে। দলগুলো পুরোদমে অনুশীলন শুরু করেছে। তবে মাশরাফি বিন মুর্তজার কোথাও দেখা নেই। ড্রাফট থেকে এবার মাশরাফিকে কিনেছিল তার পুরনো দল সিলেট স্ট্রাইকার্স। পরিস্থিতি যা বলছে তাতে সিলেটের হয়ে এবার মাশরাফিকে মাঠে দেখার সম্ভবনা খুবই কম।
একদিন পর বিপিএলের মাঠের খেলা, অথচ দীর্ঘদিন যাবত ক্রিকেটের বাইরে থাকা মাশরাফি এখনো অনুশীলনই শুরু করেননি। মাশরাফি সর্বশেষ মাঠে নেমেছিলেন গত এপ্রিলে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। এতোদিন যাবত মাঠের বাইরে থাকা মাশরাফিকে বিপিএল খেলতে হলে অনেক আগেই অনুশীলন শুরু করতে হতো।
সোমবার বিপিএল মাঠে গড়ালেও সিলেটের প্রথম ম্যাচ ৩১ ডিসেম্বর। আজ দলীয় অনুশীলন সেরেছে সিলেট স্ট্রাইকার্স। তার ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে এসে দলটির কোচ মাহমুদ ইমান যা জানালেন তাতে মাশরাফিকে এবারের বিপিএলে দেখার সম্ভবনা তলানিতে।
মাশরাফিকে অবশ্য একেবারে বাতিলের খাতায় রাখনি সিলেট। দলটার অবস্থান এমন, দেখা যাক যদি ফিরতে পারেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
সিলেট কোচ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত মাশরাফি ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি, তত দিন আমরা ওকে বিবেচনায় নেব না। আমরা ওর জন্য অপেক্ষা করব। এটা ওরই সিদ্ধান্ত। ও যখনই বলবে খেলার জন্য তৈরি আছে। তারপরও একটা নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না। তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকব।’
‘স্কোয়াডে এখনো আছে। কারণ, এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি। পরিস্থিতির ওপর নির্ভর করছে, ও কেমন অনুভব করছে, ফিটনেসের অবস্থা কী? ও যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে, তাহলে অবশ্যই খেলবে।’- যোগ করেছেন সিলেটের হেড কোচ।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জনসমক্ষে দেখা যায়নি মাশরাফিকে। আওয়ামী লীগের মনোনয়নে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদে সাংসদ ছিলেন তিনি। রাজনীতিতে জড়ালেও খেলা চালিয়ে যাচ্ছিলেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিপিএলের ড্রাফট অনুষ্ঠিত হলে সেখানে মাশরাফিকে কিনেছিল সিলেট। সে হিসেবে তখন তার বিপিএল খেলার ইঙ্গিতই পাওয়া যাচ্ছিল। কিন্তু এখন পাওয়া যাচ্ছে ভিন্ন ইঙ্গিত।
মাশরাফির খেলার সম্ভবনা কতটুকু জিজ্ঞেস করলে সিলেট কোচ মাহমুদ ইমন বলেছেন, ‘কথাবার্তা চলছে। কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করছে।’ অনুশীলনে ফেরা এবং ফিটনেস ইস্যুটা গুরুত্বপূর্ণ বলেছেন সিলেট কোচ, ‘ফিটনেসের অবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ।’
সারাবাংলা/এসএইচএস