বিপিএলের টিকিট মিলবে যেভাবে
২৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৪০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৪:৪২
অনেকদিন ধরেই বিপিএলের ডামাডোল বাজছে দেশের ক্রিকেটে। রাত পোহালেই শুরু হবে মাঠের লড়াই। মাঠের খেলা শুরু হওয়ার একদিন আগে বিপিএলের টিকিট মূল্য জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের সর্বনিম্ন টিকিটমূল্য ২০০ টাকা, সর্বোচ্চ ২ হাজার টাকা।
আজ রোববার (২৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিপিএলের টিকিট মূল্য সঙ্গে কোথায় টিকিট পাওয়া যাবে সেটাও জানিয়েছে বিসিবি। টিকিট কেনা যাবে অনলাইন এবং মধুমিতা ব্যাংকের মাধ্যমে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপিএলে মোট ১১ ক্যাটাগরির টিকিট ব্যবস্থা করেছে বিসিবি। ক্যাটাগরিভিত্তিক বিপিএল টিকিটের মূল্য-
১. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) : ২০০০ টাকা
২. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) : ২০০০ টাকা
৩. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) : ১০০০ টাকা
৪. ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) : ৮০০ টাকা
৫. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক) : ১০০০ টাকা
৬. ক্লাব হাউস সাউথ (শহীদ মোশতাক স্ট্যান্ড) : ৫০০ টাকা
৭. ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৫০০ টাকা
৮. সাউদার্ন গ্যালারি : ৩০০ টাকা
৯. নর্দান গ্যালারি : ৩০০ টাকা
১০. ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা
১১. ক্লাব হাউস সাউথ – শহীদ মুশতাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন) : প্রতি টিকিটে ৬০০ টাকায়।
ঢাকায় মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট কেনা যাবে। শাখাগুলো হচ্ছে মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোড। এছাড়া অনলাইনে টিকিট কেনা যাবে www.gobcbticket.com.bd থেকে।
আজ বিকেল ৪টা থেকে শুরু হবে টিকিট বিক্রি, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আগামীকাল উদ্বোধনী ম্যাচের দিন টিকিট বিক্রি শুরু হবে সকাল ১০টা থেকে।
সারাবাংলা/এসএইচএস