Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের মান বাড়াতে কনসার্টে নয়, খেলায় বিনিয়োগ দরকার: তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৪ ১৮:১২ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৯:১২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদের বোর্ডের অধিনে প্রথম বিপিএল মাঠে গড়াচ্ছে একদিন পর। আগামীকাল মাঠে গড়াবে একাদশ বিপিএল। নতুন বোর্ডের পক্ষ থেকে অনেক আগ থেকেই বলা হচ্ছিল, এবারের বিপিএলে থাকবে নতুনত্ব। বিপিএল হবে নতুন আঙ্গিকে। এদিকে তামিম ইকবাল বলছেন, নতুন বলতে কিছুই দেখছি না শুধু এক কনসার্ট ছাড়া। টুর্নামেন্টের মান বাড়াতে কনসার্টে নয়, বরং মাঠের খেলায় বিনিয়োগ দরকার বলেছেন তামিম।

বিজ্ঞাপন

আগামীকাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটা খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আজ রোববার (২৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে কথা বলেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

এবারের টুর্নামেন্টে কী কী নতুনত্ব চোখে পড়ছে এমন প্রশ্নে তামিমের উত্তর, ‘আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে না।’

‘ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি; তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনও হয়েছে; দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি, আমি ছিলাম না দেশে।’- যোগ করেছেন তামিম।

টুর্নামেন্ট জমজমাট করার জন্য ম্যানেজমেন্টের পাশাপাশি ক্রিকেটারদেরও দায়িত্ব নিতে হবে বলেছেন তামিম। টি-টোয়েন্টি রানের খেলা। ক্রিকেটাররা রান তুলতে না পারলে বা ব্যাট-বলের লড়াই না জমলে ম্যানজেমেন্ট ভালো হলেও টুর্নামেন্ট জমবে না বলেছেন তামিম।

বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার বলেন, ‘ক্রিকেটটা কেমন হবে এটা নির্ভর করে খেলোয়াড়রা কেমন খেলছে। এটা তো আসলে যারা আয়োজক তাদের হাতে কিছু থাকে না। তাদের হাতে কী থাকে, সেরা ফ্যাসিলিটিজ দেওয়া, সেরা উইকেট দেওয়া, নিশ্চিত করা সেরা ধারাভাষ্যকার, ক্যামেরা ও টেকনোলজি যেটা এভেইলেবল, তা পাওয়া। এটা হলো যারা দায়িত্বে বসে আছেন তাদের কাজ।’

‘কিন্তু উনারা কোনোদিন এটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না আসলে। খেলা দুইশ রানের হবে নাকি ৬০ রান-৬০ রানের হবে, ওটার দায়িত্ব দল ও খেলোয়াড়দের নিতে হবে। এটার বাইরে যেগুলো, এগুলো উনাদের দায়িত্ব। উনারা যদি উনাদের কাজটা ভালো মতো করেন, আমরাও যদি আমাদের কাজ ভালো মতো করি তাহলে সফল টুর্নামেন্ট হবে।’- বলেছেন বরিশাল অধিনায়ক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর