Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে লিটনের ভূমিকা জানালেন ঢাকা অধিনায়ক

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৪ ১৯:০৭

ঢাকা ক্যাপিটালস অধিনায়ক থিসারা পেরেরা

আগামীকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসরের। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন লিটন দাস। ধারণা করা হচ্ছিল সাদা বলের ক্রিকেটে নিজেকে খুঁজে ফেরা এই ব্যাটারকেই অধিনায়ক করবে নবাগত দলটি। কিন্তু আজ (রোববার) সংবাদ সম্মেলনে ঢাকার অধিনায়ক হিসেবে এলেন থিসারা পেরেরা। তবে অধিনায়কত্ব না পেলেও লিটন তাদের গুরুত্বপূর্ণ সদস্য, সেটা মনে করিয়ে দিলেন এই শ্রীলংকান অলরাউন্ডার।

বিজ্ঞাপন

সাদা বলের ক্রিকেটে দুই ফরম্যাট মিলিয়ে সর্বশেষ ১৩ ইনিংসে লিটনের নেই কোনো ফিফটি। ফরম্যাট ভেদে হিসেব করলে টি-টোয়েন্টিতে সর্বশেষ ৬ ইনিংসে লিটনের সর্বোচ্চ সংগ্রহ ৪২ রান। আর ওয়ানডেতে নিজের ব্যাট করা সর্বশেষ ৭ ইনিংসের কোনোটিতেই করতে পারেননি দুই অংকের রানও। রানের খাতা খোলার আগে আউট হয়েছেন ৩ ইনিংসে। 

তবে সাম্প্রতিক এই ফর্ম একপাশে রেখেও থিসারা পেরেরা ভরসা রাখছেন লিটনের ওপর। সবাইকে মনে করিয়ে দিলেন আসন্ন বিপিএলে লিটনই তাদের মূল অস্ত্র, ‘আমরা সবাই জানি, লিটন আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সে যদি রান করে তাহলে আমরা এগিয়ে থাকব। আমরা সবাইকেই সমর্থন দেয়ার চেষ্টা করব। বিশেষ করে লিটনকে, সে অতীতেও দারুণ করেছে। আমরা কেউই ফেইল করতে চাই না। তবে আমি একটা কথা বলতে পারি লিটন আমাদের ফ্র্যাঞ্চাইজির অন্যতম সেরা ক্রিকেটার। ব্যাটিং-বোলিং ইউনিট হিসেবে এই মুহূর্তে সবকিছুই ঠিক আছে। লিটনকে অ্যাঙ্করের ভূমিকা দেয়া হয়েছে।’

ব্যাটে রান না এলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশকে দারুণ নেতৃত্ব দিয়েছেন লিটন। তবুও ঢাকা ক্যাপিটালসের অধিনায়কত্ব উঠেনি তার কাঁধে। তবে এসব নিয়ে নিজেদের মধ্যে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই থিসারা পেরেরাদের।

কে অধিনায়ক, কে সিনিয়র-এসব নিয়ে ভাবছেন না তিনি, ‘এই ব্যাপারে আমাদের কোনও কনফিউশন নেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কী হয় সেটা আমরা সবাই জানি। অধিনায়কত্ব এখানে শুধুই লেভেল। প্লেয়ার হিসেবে আমরা সবাই অধিনায়কত্ব শিখি। তাই আমরা ভাবছি না কে আমাদের অধিনায়ক, কে সিনিয়র প্লেয়ার, কে জুনিয়র প্লেয়ার।’

বিজ্ঞাপন

আগামীকাল উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে লিটন-থিসারাদের ঢাকা ক্যাপিটালস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। 

সারাবাংলা/জেটি

ঢাকা ক্যাপিটালস থিসারা পেরেরা বিপিএল ২০২৫ লিটন দাস

বিজ্ঞাপন

৪৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
১২ জানুয়ারি ২০২৫ ২২:৩১

আরো

সম্পর্কিত খবর