রাত পোহালেই বিপিএল উৎসব
২৯ ডিসেম্বর ২০২৪ ২০:১৩ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০৯:৩২
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ সাজ সাজ রব, বিশাল কর্মযজ্ঞ চলেছে দিনব্যাপী। মিডিয়া সেন্টারের প্রথম তলার বারান্দার রেলিং সেজেছে বর্ণিল ডিজাইনে। মিডিয়া প্লাজার সামনে কর্মীদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। স্পন্সরদের ব্যানার বানানোর কাজ চলেছে সমানে। মাঠের ইস্ট গ্যালারিতে দীর্ঘদিন অপেক্ষার পর বসেছে জায়ান্ট স্ক্রিন। বাউন্ডারির চারপাশে বসেছে আলোকোজ্জ্বল ডিজিটাল বিজ্ঞাপনী বোর্ড। মিরপুর স্টেডিয়াম আজ সারাদিনই ব্যস্ত ছিল ক্রিকেটার আর সংবাদকর্মীদের পদচারণায় মুখর। এই সব আয়োজন আগামীকাল শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসরকে ঘিরে।
যদিও আজকে দিনের শুরুটা একদমই প্রীতিকর ছিল না মিরপুরে। বিপিএলের টিকেট প্রত্যাশী প্রায় দুই শতাধিক দর্শকর ভোর থেকেই ভিড় জমান স্টেডিয়ামের সামনে। টুর্নামেন্টের একদিন আগেও তারা জানতেন না কোথা থেকে কীভাবে টিকেট সংগ্রহ করবেন। এ নিয়ে বেশ উত্তালই ছিল মিরপুর স্টেডিয়ামের এক নম্বর ও দুই নম্বর গেট।
স্টেডিয়ামের টিকেট বুথের সামনে অপেক্ষা করতে করতে এক পর্যায়ে সুনির্দিষ্ট তথ্য না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন টিকেট নিতে আসা দর্শকরা। ক্ষিপ্ত দর্শকদের একটা অংশ ঢুকে যান দুই নম্বর গেটের ফটক দিয়ে। পুলিশের সাথে নিরাপত্তাকর্মীদের বাধার মুখে অবশ্য ছত্রভঙ্গ হন তারা। তবুও দমে না গিয়ে তারা ধাক্কাতে থাকেন গেটে।
পরে অবশ্য বিসিবির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, অনলাইনে বিসিবির ওয়েবসাইট ও মধুমতি ব্যাংকের নির্দিষ্ট কিছু ব্রাঞ্চ থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। বিসিবির এই ঘোষণার পরই শান্ত হয় পরিস্থিতি। ঠিকমতো টিকেট সংশ্লিষ্ট তথ্য দিতে না পারার জন্য আজ বিপিএলের ড্রিংকিং পার্টনার ঘোষণার সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
তবে ক্রিকেটারদের ওপর এসবের প্রভাব পড়েনি। বিসিবি একাডেমি মাঠে দলগুলো অনুশীলন চালিয়ে গেছে নির্বিঘ্নেই। সংবাদ সম্মেলন কক্ষও আজ দেখেছে ব্যস্ত এক দিন। একে একে হয়েছে সাত দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। কোনো দলের হয়ে কথা বলতে এসেছিলেন অধিনায়ক আবার কোনো দলের কোচ।
টুর্নামেন্ট পূর্ববর্তী ব্যস্ততা, আয়োজনের আনুষ্ঠানিকতা আপাতত শেষ। অপেক্ষা এবার মাঠের ক্রিকেটের। আগামীকাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আর নবাগত দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএল। দুপুর ১.৩০টায় শুরু হবে ম্যাচটি। দিনের দ্বিতীয় ম্যাচে আরেক নবাগত দল ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
কাগজে-কলমে এবারের বিপিএলের শক্তিশালী এক দল বরিশাল। তামিম ইকবাল,মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়ের মতো জাতীয় দলের তারকাদের সাথে আছেন শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবীদের মতো বিদেশী তারকাও। অন্যদিকে নতুন দল দুর্বার রাজশাহীতে স্কোয়াড গড়েছে স্থানীয়দের প্রাধান্য দিয়েই। এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিশান আলমদের সাথে আছেন শফিউল ইসলামের মতো অভিজ্ঞ নামও। অত নামডাকওয়ালা বিদেশি কেউ নেই। তবে রায়ান বার্ল, লাহিরু সামারাকুন আছেন বিদেশি কোটায়। পাকিস্তানের মোহাম্মদ হারিস, সাদ নাসিমদেরও বিপিএলে খেলার কথা দলটির হয়ে।
এবারের বিপিএলে খেলবে মোট ৭ দল। টুর্নামেন্টে ৪৬ ম্যাচ খেলা হবে ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে। প্রথম পর্বে প্রতি দল বাকি ছয় দলের প্রতিটির বিপক্ষে খেলবে দুটি করে ম্যাচ। গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল নিয়ে হবে প্লে-অফ। প্লে-অফে হবে মোট তিন ম্যাচ; কোয়ালিফায়ার-১, এলিমিনেটর- ও কোয়ালিফায়ার ২।
পয়েন্ট টেবিলের সেরা দুই দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। টেবিলের তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটরে। হেরে যাওয়া দল বাদ পড়বে টুর্নামেন্ট থেকে। জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে বিজিত দলের। সেই ম্যাচে জয়ী দল পাবে ফাইনালের টিকেট। থাকছে না কোনো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আগামী ০৭ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএল বিপিএল ২০২৫ মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম