Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালের বোলিংয়ে শুরু হচ্ছে বিপিএল

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ১৩:২৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৫:১১

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর শুরু হচ্ছে কিছুক্ষণ পর। বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। প্রথম ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী ম্যাচের খেলা শুরু হওয়ার কথা রয়েছে স্থানীয় সময় দুপুর দেড়টায়। বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল এবারও শক্ত দল গড়েছে। প্রথম ম্যাচে ফরচুনদের একাদশও শক্তিশালী।

বিজ্ঞাপন

তামিম ইকবালের সঙ্গে ব্যাটিং অর্ডারে আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, কাইল মায়ার্স, তাওহিদ হৃদয় এবং আফগানিস্তানের মোহাম্মদ নবিরা। বোলিংয়ে বড় নাম পাকিস্তানি  পেসার শাহিন শাহ আফ্রিদি। সঙ্গে থাকছেন ফাহিম আশরাফ বাংলাদেশি তরুণ রিপন মণ্ডল ও স্পিনার তানভির ইসলামরা।

অপর দিকে দুর্বার রাজশাহীকে আজ নেতৃত্ব দিচ্ছেন এনামুল হক বিজয়। যুব বিশ্বকাপজয়ী আকবর আলী দলে ছিলেন বলে শোনা যাচ্ছিল আকবরই নেতৃত্ব দিবেন রাজশাহীকে। কিন্তু শেষ পর্যন্ত অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে এনামুলকে।

ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, তানভির ইসলাম ও রিপন মণ্ডল।

দুর্বার রাজশাহী: মোহাম্মদ হারিস, জিসান আলম, এনামুল হক বিজয় (অধিনায়ক), ইয়াছির আলী রাব্বি, আকবর আলী, মেহরব হোসেন, রায়ান বার্ল, লাহিরু সামারাকুন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ ও হাসান মুরাদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

ফরচুন বরিশাল বনাম দূর্দান্ত ঢাকা বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর