Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল ২০২৫
টিকেট না পেয়ে বিসিবির গেট ভাঙলেন দর্শকরা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৭

আজ মিরপুর স্টেডিয়ামের খন্ড চিত্র

আজ শুরু হওয়া বিপিএলের একাদশতম আসরের ম্যাচ টিকেট না পেয়ে গতকালই বিসিবির গেটে বিক্ষোভ করেছিলেন দর্শকরা। আজ (সোমবার) বিপিএল শুরুর দিনে সেই উত্তেজনা ছড়াল আরো বেশি। টিকেট না পেয়ে দর্শকরা রীতিমতো ভাংচুর করেছেন বিসিবির মূল গেটে। এরপর সেনাবাহিনী ও পুলিশের সম্মিলিত চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গতকাল দর্শকদের বিক্ষোভের পর বিসিবির মিডিয়া বিভাগ থেকে আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়, বিসিবির ওয়েবসাইট ও মধুমতি ব্যাংকের নির্দিষ্ট কিছু ব্রাঞ্চ থেকে টিকেট সংগ্রহ করা যাবে। কিন্তু বেশিরভাগ দর্শকের কাছেই সেই তথ্য ছিল না। ৩০ শতাংশ টিকেট ছিল অনলাইনে, বাকিটা ব্যাংকে।  কিন্তু ব্যাংকের শাখাতে পর্যাপ্ত টিকেট না পেয়ে দর্শকদের মধ্যে আজ তৈরি হয় ক্ষোভ। 

বিজ্ঞাপন

আজ ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহীর উদ্বোধনী ম্যাচের ঘণ্টা দুয়েক আগ থেকে, অর্থাৎ সকাল দশটা থেকেই টিকেটের জন্য ভিড় করতে থাকেন দর্শকরা। ক্রমেই উত্তপ্ত হতে থাকে স্টেডিয়াম এলাকার পরিস্থিতি। হোম অফ ক্রিকেটের মূল ফটকের সামনে জড়ো হয়ে গেট ভাঙার চেষ্টা করেন তারা। মাঠের সামনে থাকা ব্যানার-ফেস্টুনও ছিড়ে ফেলে উত্তেজতি জনতা। সব মিলিয়ে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বিসিবির মূল ফটক। যদিও প্রায় সাথে সাথেই মেরামতের আজ শুরু করেছে কর্তৃপক্ষ।

দর্শকদের বিক্ষোভের কারণে দুর্বার রাজশাহীর টিম বাস মূল গেট দিয়ে মাঠে প্রবেশ করতে পারেনি। বাধ্য হয়ে বিকল্প পথ দিয়ে যেতে হয় তাদের। একই কারণে খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজও অনুশীলনে আসার সময় বাধার মুখে পড়েন, ভিড়ের মধ্যে আটকে যায় তার গাড়ি। 

ভাঙচুরের পরেও প্রায় দুই শতাধিক দর্শক ভিড় করছিলেন বিসিবির গেইটের সামনে। পুলিশ পরিস্থিতি সামলাতে না পারায় সেনাবাহিনী এসে নিয়ন্ত্রন নেয়। প্রথমে অল্প কিছু সেনা সদস্য থাকলেও পরবর্তীতে আরো তিন গাড়ি সেনা সদস্য এসে খালি করে দেয় মূল ফটক সংলগ্ন এলাকা। মিরপুর স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় আটক করা হয়েছে একজনকে। যদিও তার নাম-ঠিকানা কিছুই জানা যায়নি। 

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

দুর্বার রাজশাহী ফরচুন বরিশাল বিপিএল ২০২৫ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর