Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোড়া ডাবল সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪ ১৭:০৯

আফগানিস্তানের দুই ডাবল সেঞ্চুরিয়ান

তিন সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল জিম্বাবুয়ে। আফগানিস্তানও নিজেদের প্রথম ইনিংসে তার জবাবটা দিল দারুণ ব্যাটিংয়ে। বুলাওয়েতে রহমত শাহর পর আজ(সোমবার) অধিনায়ক হাশমতউলাহ শহিদীর ডাবল সেঞ্চুরিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ল আফগানরাও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৬৭৯/৬। 

শন উইলিয়ামসের ১৫৪, ক্রেইগ আরভিনের ১০৪ ও ব্রায়ান বেনেটের ১১০* রানের ইনিংসে ভরে করে ৫৮৬ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ৬৪ রানে দুই উইকেট হারায় আফগানরা। যদিও এরপরের গল্পটা কেবলই আফগান ব্যাটিংময়। তৃতীয় উইকেটে রহমত-শহিদী দুজন মিলে গড়েন ৩৬৪ রানের রেকর্ড জুটি। যেকোনো উইকেটে আফগানিস্তানের সর্বোচ্চ জুটির রেকর্ডও এটাই। 

বিজ্ঞাপন

এই জুটির পথেই নিজের প্রথম ডাবল সেঞ্চুরি ছুঁয়েছেন রহমত। নিউম্যান ন্যামহুরির বলে আউট হওয়ার আগে ৪২৪ বলে ২৩৪ রান করেন ডানহাতি এই ব্যাটার। নিজের দ্বিতীয় ডাবল ছোঁয়া শহিদী আউট হয়েছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৪৬ রানের ব্যক্তিগত ইনিংস খেলে। সব মিলিয়ে একই ইনিংসে ২১-তম বারের মতো দুটি ডাবল সেঞ্চুরি দেখল টেস্ট ক্রিকেট। 

ব্রায়ান বেনেটের বলে লেগ বিফোর হওয়ার আগে  প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়া আফসার জাজাইয়ের সাথে গড়েন ২১১ রানের জুটি। আজ চলছে শেষদিনের খেলা। বাকি আছে দুই সেশন। খুব নাটকীয় কিছু না হলে অবধারিত ড্র’য়ের দিকেই এগোচ্ছে বুলাওয়ে টেস্ট।

সারাবাংলা/জেটি

আফগানিস্তান-জিম্বাবুয়ে টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর