পারিশ্রমিক না পেলেও চিন্তিত নন বিজয়
৩০ ডিসেম্বর ২০২৪ ২১:১৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা ক্রিকেটারদের পারিশ্রমিক নিশ্চিত করতে নির্দিষ্ট একটা নিয়ম চালু করেছিল বিসিবি। টুর্নামেন্ট শুরু আগেই ব্যাংক গ্যারান্টিসহ ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০% পরিশোধ করতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। গত আসরে এই নির্দেশনা অনুযায়ীই পারিশ্রমিক পেয়েছেন ক্রিকেটাররা। এবার একই নির্দেশনা থাকা সত্ত্বেও এখনো কোনো দলের ক্রিকেটারই পারিশ্রমিক বুঝে পাননি।
আজ উদ্বোধনী দিনে বেশ চর্চা হচ্ছে ক্রিকেটাররা এখনো পাওনা বুঝে না পাওয়াতে। আসরের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে হারার পর সংবাদ সম্মেলনে আসেন দুর্বার রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয়। তার কাছেও জানতে চাওয়া হয় এই বিষয়ে। তিনিও জানান, তাদের নবাগত দলের কোনো ক্রিকেটারই তাদের পারিশ্রমিক পাননি। তবে বিজয় ইতিবাচক থাকছেন, জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজির ওপর ভরসা আছে তাদের।
রাজশাহীর হয়ে ৫১ বলে ৬৫ রানের ইনিংস খেলা বিজয় এই প্রসঙ্গে বলেন, ‘আমরা এখনও পারিশ্রমিক পাইনি, কেউ-ই পায়নি। মাত্র শুরু হয়েছে বিপিএল। আমরা আসলে কোনো প্রশ্ন বা কোনো জটিলতা না তুলি। ক্রিকেটাররাও এটা চাই না। বিপিএলটা বিশ্বের সবাই দেখে। এ রকম কোনো খবর না আসুক বা আমাদের দেখতে না হোক বিশ্ব ক্রিকেটে পারিশ্রমিক না পাওয়া নিয়ে কোনো খবর এসেছে।’
বিজয়ের বিশ্বাস, ফ্র্যাঞ্চাইজি মালিকরা ঠিক সময়েই পারিশ্রমিক শোধ করবেন। আর ব্যতিক্রম হলেও বিসিবি দায়িত্ব নেবে বলে মনে করেন তিনি, ‘বিপিএলটা আমরা ইতিবাচকভাবে নিতে চাই। অবশ্যই মালিকরা (পারিশ্রমিক) না দিয়ে তো যাবে না। বা বিসিবি তো এটার ব্যবস্থা করবে। আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। হয়তো সময়সাপেক্ষের কারণে বিলম্ব হয়েছে। আশা করি, তারা যথাযথ ব্যবস্থা করবে।’
এ ছাড়া শেষ মুহূর্ত পর্যন্ত বিপিএলের বেশিরভাগ দলের জার্সি প্রকাশ হয়নি। এমনকি আজ উদ্বোধনী ম্যাচে টসের সময় বিজয় গিয়েছিলেন প্র্যাকটিস কিট গায়ে চাপিয়ে। সব মিলিয়ে আয়োজনে অনেক কিছু দেরি হয়েছে জানিয়ে বিজয় আরও বলেন, ‘আমরা ইতিবাচকভাবে চিন্তা করি। আশা করি একটা গোছানো পরিবেশ তৈরি হবে। আমাদের কিন্তু ড্রেস (জার্সি) এসেছে অনেক দেরিতে, অনেকের গিয়ার্স (ক্রিকেটের সরঞ্জাম) এসেছে দেরিতে।’
সারাবাংলা/জেটি