Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের প্রথম দুইশ খুলনার

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৯ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৪:৪২

বিপিএলে বড় রানের জন্য হাহাকারটা এবার বুঝি থাকছে না! চলতি বিপিএলে এখন পর্যন্ত বড় রানই দেখা যাচ্ছে। গতকাল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুটি খেলা হয়েছে, দুটিতেই বড় রান উঠেছে। আজ দ্বিতীয় দিনের প্রথম ম্যাচেও বড় রানের দেখা মিলল। টুর্নামেন্টের প্রথম দুইশোর্ধ্ব রানই দেখা গেল আজ। চিটাগং কিংসের বিপক্ষে আগে ব্যাটিং করে ২০৩ রান তুলেছে খুলনা টাইগার্স।

খুলনার অস্ট্রেলিয়ার ব্যাটার উইলিয়াম বোসিস্টো ৭৫ রানের দারুণ একটা ইনিংস খেলেছেন। তবে আলাদা করে আলো ছড়িয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ১৮ বলে ফিফটি পূর্ণ করা অঙ্কন ২২ বলে করেছেন ৫৯ রান।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো পেয়েছে খুলনা। ফর্মে থাকা নাঈম শেখ শুরুতে দাপটে রান তুলেছেন। নাঈম ১৭ বলে ২৬ রান করে ফিরলে প্রথম উইকেট হারায় খুলনা।

বিজ্ঞাপন

এরপর অধিনায়ক মেহেদি হাসান মিরাজ (১৮ বলে ১৮), ইব্রাহিম জাদরান (৭ বলে ৬) ও আফিফ হোসেন ধ্রুব (৭ বলে ৮) সেভাবে সঙ্গ দিতে পারেননি উইলিয়ামকে। তবে ছয়ে নেমে মাহিদুল ইসলাম অঙ্কন রীতিমতো কচুকাটা করেছেন চিটাগংয়ের বোলারদের। দেখাদেখি উইলিয়ামও মেরে খেলতে চেয়েছেন।

পঞ্চম উইকেটে ৩৫ বলে ৮৬ রান তুলেছেন দুজন। উইলিয়াম বোসিস্টো ৮টি চার ৩টি ছয়ে ৫০ বলে ৭৫ রান করেছেন। অঙ্কন ২২ বলে ৫৯ রান করার পথে চার হাঁকিয়েছেন ১টি, আর ছক্কা ৬টি! ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান তুলেছে খুলনা।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর