Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের পেস তোপ সামলে দেড়শ পেরিয়ে রংপুর

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ১৮:৪২ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ১৭:০৫

রংপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করেছে সিলেট স্ট্রাইকার্স

সিলেট স্ট্রাইকার্সের দুই পেসার আল আমিন হোসেন ও তানজিম হাসান সাকিবের বোলিং তোপে ২৮ রানেই পড়ে রংপুর রাইডার্সের প্রথম তিন উইকেট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ বিপিএলের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে সিম মুভমেন্টে রংপুরকে বেশ ভালোই ভুগিয়েছেন পেসাররা। তবে আল আমিন-তানজিমদের সামলে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানের ঝড়ো ইনিংসের সাথে ইফতিখার আহমেদের ৪৭ রানে ভর করে ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৫৫ রান তুলেছে রংপুর।

বিজ্ঞাপন

নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে রংপুর। তিন চারে ইনিংস শুরু করলেও বেশি দূর এগোতে পারেননি স্টিভেন টেলর। সাইফ হাসানের সাথে আজ ব্যর্থ অ্যালেক্স হেইলসও। চতুর্থ উইকেটে ৪১ রানের জুটিতে হাল ধরেন দুই পাকিস্তানি খুশদিল শাহ ও ইফতিখার আহমেদ। আরিফুলের হাতে মান্সির বলে ক্যাচ দিয়ে খুশদিল ফেরার পর উইকেট আসেন অধিনায়ক সোহান। চারটি চার ও দুটি ছক্কায় সাজান ২৪ বলে ৪১ রানের ইনিংস, গড়েন ৬৫ রানের জুটি। শেষদিকে শেখ মাহেদীর ৮ বলে ১৬ রানের ইনিংসে দেড়শ পেরিয়ে যায় রংপুর।

বিজ্ঞাপন

দুটি করে উইকেট নেন আল আমিন ও তানজিম। দুই ওভার বল করে ১৬ রান দিয়ে উইকেটহীন থাকলেও দারুণ দুটো ক্যাচ ধরেছেন সিলেট অধিনায়ক আরিফুল।

সারাবাংলা/জেটি

বিপিএল ২০২৫ রংপুর রাইডার্স সিলেট স্ট্রাইকার্স

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর