একাদশ জানিয়ে দিলেন সাম্পাওলি
১৬ জুন ২০১৮ ১৩:২১ | আপডেট: ১৬ জুন ২০১৮ ১৮:২০
।। সারাবাংলা ডেস্ক ।।
শনিবার (১৬ জুন) আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মেসি-হিগুয়েনদের রাশিয়া বিশ্বকাপ মিশন। মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ‘ডি’ গ্রুপের ম্যাচটি। এই ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আইসল্যান্ডকে একেবারেই সহজভাবে নিচ্ছে না মেসিরা। প্রথম ম্যাচ জয়ের লক্ষ্যেই স্কোয়াড সাজিয়েছেন কোচ সাম্পাওলি। লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরোকে আক্রমণে রেখে শুক্রবার (১৫ জুন) শুরুর একাদশ ঘোষণা করেছিলেন আর্জেন্টাইন কোচ।
আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশ:
উইলি কাবাইয়েরো, এদুয়ার্দো সালভিও, নিকোলাস ওতামেন্দি, মার্কোস রোহো, নিকোলাস তাগলিয়াফিকো, লুকাস বিগলিয়া, হাভিয়ার মাসচেরানো, মাক্সিমিলিয়ানো মেসা, লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরো।
সারাবাংলা/এসএন