Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোনালদোর ডাইভ দেওয়ার অভ্যাস আছে: পিকে


১৬ জুন ২০১৮ ১৩:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক।।

বলতে গেলে ক্রিশ্চিয়ানো রোনালদোর একার জন্যই জিততে পারেনি স্পেন। সব দিক দিয়েই ছিল পর্তুগালের চেয়ে এগিয়ে ছিল তারা, কিন্তু রোনালদোর হ্যাটট্রিকে সন্তুষ্ট থাকতে হয়েছে এক পয়েন্ট পেয়ে। এর মধ্যে রোনালদো প্রথমটি পেয়েছিলেন পেনাল্টিতে। তবে স্পেন ডিফেন্ডার জেরার্ড পিকে মনে করছেন, প্রথম গোলটি রোনালদোর পাওনা ছিল না। সরাসরি কিছু না বললেও শুধু বলেছেন, ‘রোনালদোর ডাইভ দেওয়ার অভ্যাস আছে।’

কিছু বুঝে ওঠার আগেই কাল ৪ মিনিটে প্রথম গোল খেয়ে বসে স্পেন। বক্সের ভেতর নাচো ফেলে দিয়েছিলেন রোনালদোকে, পেনাল্টি থেকে গোল করে সিআরসেভেনই এগিয়ে নেন পর্তুগালকে। পিকে অবশ্য বিস্তারিত কিছু না বললে শুধু মনে করিয়ে দিয়েছেন, রোনালদোর ডাইভ দেওয়ার অভ্যাস আছে।

বিজ্ঞাপন

তবে পিকে বলছেন, স্পেন সব দিক দিয়ে এগিয়ে ছিল, ‘ওরা তিনটা সুযোগ পেয়েছে, তিনটিই কাজে লাগিয়েছে। আমরা অনেক বেশি সুযোগ পেয়েছি। তবে খেলায় এরকম হয়, এটা আমাদের মেনে নিতে হবে। ’

পিকে বরং পেনাল্টিটাই মেনে নিতে পারছেন না, ‘ম্যাচের শুরুতেই যখন আপনি এভাবে পেনাল্টি থেকে গোল খেয়ে পিছিয়ে পড়বেন, তখন খেলাটা অন্যদিকে চলে যেতে বাধ্য। ’

দ্বিতীয় গোলটা অবশ্য ডেভিড ডি গিয়ার ভুলে। তবে পিকে পাশেই দাঁড়াচ্ছেন সতীর্থ গোলরক্ষকের, ‘এরকম ভুল হতেই পারে। ও অনেক বছর ধরে দুর্দান্ত করছে। আমি জানি, গুরুত্বপূর্ণ সময়ে ও ঠিকই আমাদের হয়ে ভালো করবে।’

কোচ চলে যাওয়ায় স্পেনের ওপর কতটা প্রভাব ফেলেছে সেটা নিয়েও উঠেছে প্রশ্ন। পিকে স্বীকার করলেন, লোপেতেগি চলে যাওয়ায় দলের সবারই একটু মন খারাপ হয়েছিল। তবে মনে করিয়ে দিলেন, শিরোপা জেতার ওপর ফোকাসটা তাদের পুরোপুরিই আছে। এবং তারা শুধু সেটা নিয়েই ভাবছেন।

সেই যে সামর্থ্য যে ভালোমতোই আছে, কালই তা দেখিয়েছে স্পেন।

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর