Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়েই দিলেন শান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ১০:২৫ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ১৫:৩০

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছাড়ার আলোচনা অনেক আগের। এর আগে সব ফরম্যাটেই নেতৃত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন শান্ত। পরে বোর্ডের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেও শোনা যাচ্ছিল অন্তত টি-টোয়েন্টি ফরম্যাট থেকে নেতৃত্ব ছাড়বেন শান্ত। সেটাই সত্যি হলো।

জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাট থেকে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে দিয়েছেন শান্ত। অর্থাৎ আগামী মার্চে ঘরের মাঠে জিম্ববুয়ের বিপক্ষে সিরিজে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, ‘শান্ত শেষ পর্যন্ত আমাদের জানিয়ে দিয়েছে সে আর টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক থাকছে না। আর আমরা সেটা মেনে নিয়েছি, কারণ আমাদের এই মুহূর্তে টি-টোয়েন্টি ম্যাচ নেই। তবে কোনো ইনজুরি সমস্যা না থাকলে নাজমুল টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক থাকবে। এই বিষয়ে আমাদের কথা হয়েছে।’

শোনা যাচ্ছে, লিটন দাস হতে পারে পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক। চোটের কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে পারেননি শান্ত। তার অনুপস্থিতিতে লিটনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০তে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ওই সিরিজে লিটনের নেতৃত্ব পছন্দ হয়েছে বিসিবির। এছাড়া মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদও আছেন সম্ভাব্য অধিনায়কের বিবেচনায়।

সারাবাংলা/এসএইচএস

নাজমুল হোসেন শান্ত বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর