Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাসকিনের রেকর্ডের দিনে ঢাকার টানা দ্বিতীয় হার

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ১৭:০৪ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ১৭:১৪

বিপিএলের পঞ্চম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে টুর্নামেন্টের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। ১৯ রানে একাই নিয়েছেন ৭ উইকেট। তবু ১৭৪ রানে বড় স্কোর পেয়েছিল ঢাকা। কিন্তু বড় স্কোর পেয়েও ম্যাচ জিততে পারেনি চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটাল।

বোলারদের ব্যর্থতায় ৭ উইকেটে ম্যাচ হেরেছে ঢাকা। ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চত করেছে দুর্বার রাজশাহী। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলা রাজশাহীর এটা প্রথম জয়। অপর দিকে দুই ম্যাচ খেলে দুটিতেই হারল ঢাকা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭৪ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে ঢাকার বোলিংয়ের সূচনা মন্দ হয়নি। ৮ বলে ০  রান করা রাজশাহীর তরুণ ওপেনার জিসান আলমকে ফেরান মুকিদুল ইসলাম মুগ্ধ। তার আগে মোস্তাফিজুর রহমানের বলে ফেরেন মোহাম্মদ হারিস।

তবে এরপর এই ধারাটা আর ধরে রাখতে পারেনি ঢাকার বোলাররা। মিডল অর্ডারে এনামুল হক বিজয় ও ইয়াছির আলি রাব্বি রাজশাহীর ইনিংস গড়েছেন। ইয়াছির ২০ বলে ২২ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর রাজশাহীর জিম্বাবুয়ান অলরাউন্ডার রায়ান বার্ল এসে ঢাকাকে ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন।

ক্রিজে নেমেই দ্রুত রান তোলার চেষ্টা করেছেন বার্ল। বিজয়ও ফিফটির পর হাত খুলে খেলেছেন। এই দুজনে জয়ের সমীকরণ সহজে মিলিয়েছে রাজশাহী। দলের জয় নিশ্চিত হওয়ার সময় ৩৩ বলে ৫টি চার ৩টি ছয়ে ৫৫ রানে অপরাজিত ছিলেন বার্ল। ৪৬ বলে ৯টি চার ৩টি ছয়ে ৭৩ রানে অপরাজিত ছিলেন এনামুল হক বিজয়।

এর আগে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ঢাকা ক্যাপিটালস অধিনায়ক থিসারা পেরেরা। তবে অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেননি টপ অর্ডারের ব্যাটাররা। লিটন দাস আজও ব্যর্থ। ডাক মেরেছেন বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত ব্যাটার। তরুণ তানজিদ হাসান তামিমও সুবিধা করতে পারেননি (১০ বলে ৯ রান)। এই দুজনকেই ফিরিয়েছেন তাসকিন আহমেদ।

বিজ্ঞাপন

এরপর ঢাকার ইনিংসটা টেনেছেন শাহাদত হোসেন দীপু ও স্টিফেন এস্কিনাজি। তৃতীয় উইকেটে ৩৩ বলে ৪২ রান তোলেন দুজন। এস্কিনাজি ২৯ বলে ৬টি চার ২টি ছয়ে ৪৬ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর থিসারা পেরেরা ও শুভম রানজানে ঢাকাকে শক্ত স্কোর এনে দিয়েছেন।

থিসারা পাঁচে ব্যাট করতে নেমে মাত্র ৯ বলে ২১ রান করেন। আর রানজানে ১৩ বলে করেন ২১ রান। শাহাদত হোসেন আউট হয়েছেন ৪১ বলে ৫০ রান করে।

শেষ দিকে সুবিধা করতে পারেনি ঢাকা। কারণ রাজশাহীর হয়ে বল হাতে রীতিমতো ঝড় তুলেছিলেন তাসকিন আহমেদ। নিজের শেষ দুই ওভারে ৫ রান করচ করে ৫ উইকেট তুলে নেন তাসকিন। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানে থেমেছে ঢাকা।

তাসকিন ৪ ওভারে ১৯ রান খরচায় একাই নিয়েছেন ৭ উইকেট। তাসকিনের আজকের বোলিং টি-টোয়েন্টির বিশ্বরেকর্ডে তৃতীয় সেরা। আর বিপিএলের সেরা বোলিং রেকর্ড।

সারাবাংলা/এসএইচএস

তাসকিন আহমেদ বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর