Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের ম্যাচে ফিল্ড আম্পায়ার আলোচিত সৈকত

স্পোর্টস ডেস্ক
২ জানুয়ারি ২০২৫ ১৭:২৩

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে যশস্বী জসওয়ালকে আউটের সিদ্ধান্ত দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন সেই ম্যাচের থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এরপরই ভারতীয় ক্রিকেট ভক্তদের রোষানলে পড়েন আইসিসির এলিট প্যানেলভুক্ত একমাত্র এই বাংলাদেশি আম্পায়ার। শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। তবে সিডনিতে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন সেই সৈকত।

বিজ্ঞাপন

বক্সিং ডে টেস্টে ভারতের ইনিংসের ৭১-তম ওভারের ঘটনা। প্যাট কামিন্সের বাউন্সারে পুল করতে যান জসওয়াল। কিন্তু ব্যাটে না লেগে তার গ্লাভসে ছুঁয়ে বল চলে যায় উইকেটকিপারের হাতে। এই বিশ্বাস রেখেই জোরাল আবেদন করে অজিরা। অনফিল্ড আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন অজি অধিনায়ক কামিন্স। রিভিউতে দেখা যায় বল জসওয়ালের গ্লাভস ছুঁয়ে খানিকটা বাক নিয়ে গেছে উইকেটকিপারের গ্লাভসে, কিন্তু অবাক করা বিষয় স্নিকো মিটারে দেখা যায়নি কোনো স্পাইক।

বিজ্ঞাপন

এমন প্রেক্ষাপটে সাধারণত সবাই ধরে নেন ব্যাটার নট আউটই থাকবেন। কিন্তু থার্ড আম্পায়ার সৈকত গ্লাভসে লেগে বলের দিক পরিবর্তনের কথা প্রাধ্যান্য দিয়ে আউট দিতে বলেন অনফিল্ড আম্পায়ারকে। এই সিদ্ধান্তে বেশ অবাক হন জসওয়াল। দুই অনফিল্ড আম্পায়ারের সাথে তর্কে জড়ান তিনি। এমন ঘটনায় বাংলাদেশি আম্পায়ার সৈকতের উপর ক্ষোভ ঝেড়েছেন ভারতীয়রা। পক্ষে-বিপক্ষে এসেছে সাবেক-বর্তমান অনেক ক্রিকেটার থেকে শুরু ক্রিকেট বিশেষজ্ঞদের মতামত।

আগের টেস্টের বিতর্ক-সমালোচনাকে সঙ্গী করেই আগামীকাল শুরু হতে যাওয়া সিডনি টেস্ট পরিচালনা করতে নামছেন সৈকত।

সারাবাংলা/জেটি

বোর্ডার-গাভাস্কার ট্রফি শরফুদ্দৌলা সৈকত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর