২০২৫ সালে শান্ত-মিরাজদের যত খেলা
২ জানুয়ারি ২০২৫ ১৮:০৬
বদলে গেছে বর্ষপঞ্জি, বিদায় নিয়েছে ২০২৪ সাল। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরেই আপাতত সব উন্মাদনা। তবে বিপিএলের একাদশতম আসরের পরপরই শুরু হবে বাংলাদেশ দলের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। এক নজরে দেখে নিন, এফটিপি অনুযায়ী ২০২৫ সালে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের ব্যস্ততা কেমন? কবে, কখন, কোথায়, কার বিপক্ষে খেলবেন ম্যাচ-
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত মিলিয়ে মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। গ্রুপ পর্বের তিন ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান। হাইব্রিড মডেল অনুযায়ী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলবে দুবাইয়ে। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে খেলবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠে ০৯ মার্চ শেষ হবে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর।
জিম্বাবুয়ের বাংলাদেশ সফর
চ্যাম্পিয়নস ট্রফির পর ঘরের মাঠে জিম্বাবুয়েকে আথিতেয়তা দেবে বাংলাদেশ। তাদের বিপক্ষে ১৫ মার্চ থেকে ০৭ এপ্রিল পর্যন্ত তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
বাংলাদেশের পাকিস্তান সফর
আসন্ন মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ২০২৪ সালের সফরে কেবল দুই টেস্টের সিরিজ খেললেও আগামী সফরে আছে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশের শ্রীলংকা সফর
জুন-জুলাই মিলিয়ে শ্রীলংকা সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ২১ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত এই সফরে থাকছে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ।
ভারতের বাংলাদেশ সফর
২০২২ সালের পর আবারও বাংলাদেশ সফরে আসছে ভারত। সাদা বলের দুই সিরিজে আগস্ট-সেপ্টেম্বর মিলিয়ে খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।
এশিয়া কাপ ২০২৫
আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ, যেখানে অংশ নেবে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর
নভেম্বরে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড দল। ৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত এক মাসের এই সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে আইরিশরা।
সারাবাংলা/জেটি