রংপুরের দুর্দান্ত বোলিংয়ে অল্পতেই শেষ তারকাবহুল বরিশাল
২ জানুয়ারি ২০২৫ ২০:১৭ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ২০:৫১
একাদশ বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে ২০০ রান তুলে ম্যাচ জিতেছিল ফরচুন বরিশাল। আজ দ্বিতীয় ম্যাচে ব্যাটিংটা একদমই ভালো হলো না। শক্তিশালী রংপুর রাইডার্সের দারুণ বোলিংয়ের বিপক্ষে ১২৪ রানে গুটিয়ে গেছে বরিশাল।
বিপিএলের শুরু থেকেই মিরপুরের পিচে ভালো রান হচ্ছে। সে হিসেবে বরিশালের এই রান রংপুরের জন্য পেরুনো কঠিন হওয়ার কথা নয়।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বরিশাল। তামিম ইকবালের ব্যাটে বরিশালের শুরুটা অবশ্য ভালোই ছিল। কামরুল ইসলাম রাব্বির করা প্রথম ওভার থেকে ১ চার ও দুর্দান্ত এক ছয়ের মারে ১০ রান তুলে নেন তামিম।
চতুর্থ ওভারে বরিশালের অপর ওপেনার নাজমুল হোসেন শান্ত (৯ রান) ফিরলেও শেখ মাহেদিকে টানা তিন চার হাঁকিয়ে রানের গতি ঠিক রেখেছিলেন তামিম। কিন্তু সেটা অব্যাহত থাকেনি বেশিক্ষণ। পরের ওভারে ফিরেছেন তাওহিদ হৃদয়। এরপরর ওভারে ফিরেছেন তামিম ইকবালও। নাহিদ রানার দ্রুতগতির বলে উঠে এসে মারতে গিয়েছিলেন তামিম। লাইন মিস করে সরাসরি বোল্ড হয়েছেন। ফেরার আগে করেছেন ১৮ বলে ৫টি চার ১টি ছয়ে ২৮ রান।
এরপর নাহিদ রানা, খুশদিল শাহ, ইফতিকার আহমেদদের বিপক্ষে দাঁড়াতে পারেননি বরিশালের মিডল অর্ডারের শক্তিও। ব্যর্থ হয়েছেন মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, কাইল মায়ার্স, মোহাম্মদ নবিরা। আগের ম্যাচে দারুণ একটা ইনিংস খেলা ফাহিম আশরাফও আজ ব্যর্থ।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮.২ ওভারে ১২৪ রানে গুটিয়ে গেছে বরিশাল। তামিম ইকবালই আজ বরিশালের সর্বোচ্চ স্কোরার। ১৯ বলে ২১ রান করা মোহাম্মদ নবি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এছাড়া মুশফিকুর রহিম ১৫, কাইল মায়ার্স ১৩ রান করেছেন।
রংপুরের হয়ে ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন খুশদিল শাহ। ইফতিখার আহমেদ ১০ রানে ও নাহিদ রানা ৩২ রানে দুটি করে উইকেট নিয়েছেন।
সারাবাংলা/এসএইচএস