Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপসহ নতুন বছরে জ্যোতিদের যত খেলা

স্পোর্টস ডেস্ক
২ জানুয়ারি ২০২৫ ২০:০৬

বাংলাদেশ নারী ক্রিকেট দল

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজে উল্টো নিজেরা হোয়াইটওয়াশের তেঁতো স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বছরের শেষের শুরুটা জয় দিয়ে শুরু। কিন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ২০২৪ সাল নিগার সুলতানা জ্যোতিরা শেষ করেছেন টানা তিন হারে।

সেই সিরিজের পর নারী ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েন দ্বিতীয়বারের মতো মাঠে গড়ানো বিসিএল টুর্নামেন্টে। পর্দা নেমেছে প্রথম শ্রেণির সেই টুর্নামেন্টেরও। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে চলতি জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। আসন্ন এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

ওয়ানডে সিরিজটি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। সিরিজ জিতলে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপে। সিরিজ হারলে বাছাইপর্ব পেরিয়ে যেতে হবে বিশ্বকাপে। উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান এখন সপ্তম।

বিশ্বকাপের পর বাংলাদেশ নারী দল বছর শেষ করবে ভারত সফর দিয়ে। আসন্ন এই অ্যাওয়ে সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন জ্যোতিরা।

২০২৫ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সূচি

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর ২০২৫

জানুয়ারি-ফেব্রুয়ারি

৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫

সেপ্টেম্বর-অক্টোবর

বাংলাদেশের ভারত সফর

ডিসেম্বর

 ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি

সারাবাংলা/জেটি

নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর