Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাস গড়ে যা বললেন তাসকিন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ২১:৩৬

বল হাতে আজ ইতিহাস গড়েছেন তাসকিন আহমেদ। একাদশ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ১৯ রান খরচায় ৭ উইকেট তুলে নিয়েছেন দুর্বার রাজশাহীর পেসার। বিপিএল ইতিহাসে যা সেরা বোলিংয়ের রেকর্ড। রেকর্ড গড়া তাসকিন স্বাভাবিকভাবেই খুশি। বলেছেন এবারের বিপিএলটা ভালো হচ্ছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। রাজশাহী আগে বোলিং করার সুযোগ পেলে তাসকিন তার প্রথম স্পেলে দুই ওভার বোলিং করে ২ উইকেট নিয়েছিলেন।

বিজ্ঞাপন

নিখুঁত পেসে দ্বিতীয় স্পেলে রীতিমতো অপ্রতিরোধ্য ছিলেন তাসকিন। দ্বিতীয় স্পেলে ২ ওভার বোলিং করে মাত্র ৫ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তাসকিন। সব মিলিয়ে ৪ ওভারে ১৯ রান খরচায় নিয়েছেন ৭ উইকেট। যাতে বিপিএলে ইতিহাসের সেরা বোলিংয়ের রেকর্ডে তাসকিনের নাম লেখা হয়ে গেছে। আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ আমিরের দখলে। ২০২০ সালের বিপিএলে ১৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন আমির।

রেকর্ড গড়া তাসকিন পরে সংবাদ সম্মেলনে এসে পিচের প্রসংশা করেছেন, পুরো টুর্নামেন্টেরও প্রসংশা করেছেন। তাসকিন বলেন, ‘হ্যাঁ, উইকেট একটু ভাগ্যের সহায়তাও পেতে হয় কিন্তু আমি খুশি যে আমি আলহামদুল্লিলাহ বোলিংয়ে যেটা করতে চাচ্ছি এক্সকিউট সেটা হচ্ছে। আসলে ভালো বোলিং করতে পারাটাই ইম্পর্ট্যান্ট। উইকেট তো অনেক সময় দুইটা কম হয়, দুইটা বেশি হয়। আল্লাহর কাছে শুকরিয়া।’

এবারের বিপিএলে স্পোর্টিং উইকেট বানানোর চেষ্টা করেছে বিসিবি। তাতে বিপিএলের শুরু থেকেই বড় রানের ম্যাচ দেখা যাচ্ছে। এমন উইকেটে বোলিং করাটা বোলারদের জন্যও শিক্ষার বিষয় বলছেন তাসকিন, ‘হ্যাঁ, একটু চ্যালেঞ্জিং। লুজ বল করে মাফ পাওয়া যাচ্ছে না। মার্জিন ছোট। এতে আমাদের বোলারদের জন্যও ভালো, ব্যাটারদের জন্যও ভালো। বেটার এক্সিকিউশন করতে হবে এবং নিউ বলেও প্রথম দুই-তিন ওভার ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ থাকতেছে। দেন আস্তে আস্তে যত সময় যাচ্ছে ফ্ল্যাট হচ্ছে বা ব্যাটে সুন্দর আসতেছে। তো এটাতে ব্যাটিং-বোলিং দুইটাতে অ্যাডভান্টেজ।’

বিজ্ঞাপন

‘যেটা আমাদের সামনে ফ্ল্যাট দেখেই খেলতে যাচ্ছি পাকিস্তানে এবং দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে। আশা করি এটা আমাদের কাজে দিবে। এমন উইকেটে খেললে ভালো কারণ আমরা তো সচারচর ফ্ল্যাট উইকেটগুলোতে কম খেলি, ইন্টারন্যাশনালে গিয়ে পাই। তো আমাদের অ্যাডজাস্ট করতে একটু প্রব্লেম হয়। এই রকম সব সময় যদি থাকে তাহলে আমাদের জন্য ভালো হবে।’

এবারের বিপিএল নিয়ে দর্শকদের বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। টিকেটের জন্য কাড়াকাড়ি লেগে যাাচ্ছে। তাসকিন বলছেন, সব মিলিয়ে এবারের বিপিএল ভালো হচ্ছে, ‘ওভার অলই কিন্তু এবার বিপিএলটা এনজয় করতেছি। অনেক দর্শক আসতেছে। সবাই সাপোর্ট করেছে প্লাস ওভারঅলই লাস্ট তিন চার বছরের চেয়ে বেশি এনজয় করতেছি। উইকেটও ফ্রেন্ডলি এবং হেল্প পাচ্ছি। মাথার মধ্যে ওই জিনিসটাই আছে করতেই হবে না হলে বাউন্ডারি হবে। ওভারঅলই দারুণ বিপিএল, দর্শকদেরকেও থ্যাংকস এসে সাপোর্ট করতেছে।’

সারাবাংলা/এসএইচএস

তাসকিন আহমেদ বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর