Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসি-আর্জেন্টিনা সমর্থকদের জন্য কিছু তথ্য


১৬ জুন ২০১৮ ১৬:৩৫

সারাবাংলা ডেস্ক ।।

দারুণ সব খেলোয়াড়ে গড়া আর্জেন্টিনা দল যে কারোর সঙ্গে লড়তে আরও শক্তিশালী হয়ে উঠেছে বলে জানিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে প্রথম ম্যাচটার প্রতি বিশেষ জোর দিচ্ছেন পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার। প্রথম ম্যাচে মাঠে নামলেই মেসি হবেন ফুটবল ইতিহাসের ২৭তম খেলোয়াড় যিনি চতুর্থ বিশ্বকাপ খেলবেন।

ক্লাবের হয়ে সব পাওয়া মেসি জাতীয় দলের হয়ে কিছু জিততে না পারলেও দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি। ১২৪ ম্যাচ খেলে মেসি গোল করেছেন সর্বোচ্চ ৬৪টি, অ্যাসিস্ট ৩৪টি। গ্যাব্রিয়েল বাতিস্তুতা ৭৭ ম্যাচে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ গোল, অ্যাসিস্ট করেছেন ৩৮টি। তৃতীয় সর্বোচ্চ ৩৭ গোল ৮৫ ম্যাচ খেলা সার্জিও আগুয়েরোর। ৬৪ ম্যাচ খেলে ৩৫ গোল করেছেন হার্নান ক্রেসপো। আর ফুটবলের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ৯১ ম্যাচে করেছেন ৩৪ গোল। এই তালিকায় ষষ্ঠ স্থানে থাকা গঞ্জালো হিগুয়েইন ৭১ ম্যাচে করেছেন ৩১ গোল।

আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় থাকা ছয় জনের তিনজনই রয়েছেন রাশিয়া বিশ্বকাপে। মেসির অ্যাসিস্ট থেকে সবচেয়ে লাভবান হয়েছেন হিগুয়েন। জাতীয় দলের ১৬ সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন মেসি, তার সহায়তায় হিগুয়েন গোল করেছেন সর্বোচ্চ ৯টি। জাতীয় দলের জার্সি গায়ে মেসি ৬টি হ্যাটট্রিক করেছেন।

আর্জেন্টিনার রোসারিও থেকে এবার সুযোগ পেয়েছেন মেসি সহ ছয় খেলোয়াড়। ১৩ লাখ মানুষের বাসস্থান মেসির জন্মস্থান রোসারিও থেকে রাশিয়ায় গেছেন ডি মারিয়া, জিওভানি লে সেলসো, এভার বানেগা, ক্রিশ্চিয়ান আনসালদি এবং গোলরক্ষক নাহুয়েল গুজম্যান। এই শহরে জন্ম নেওয়া মাউরো ইকার্দি আর অ্যাঞ্জেল কোরেয়া রাশিয়া বিশ্বকাপে সুযোগ পেলে তালিকাটা আরও বড় হতো।

বিজ্ঞাপন

রাশিয়ায় যাওয়া ডি মারিয়া একমাত্র আর্জেন্টাইন ফুটবলার যিনি বিশ্বকাপ বাছাইয়ের ১৮টি ম্যাচেই খেলেছেন।

নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। এরপর ২১ জুন নিজেদের গ্রুপে দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর গ্রুপ পর্বে ২৬ জুন নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা।

 

সারাবাংলা/এমআরপি/এসএন

বিজ্ঞাপন

২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর