Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন বছরের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান রিকেলটন

স্পোর্টস ডেস্ক
৩ জানুয়ারি ২০২৫ ১৯:৩৬

সেঞ্চুরিয়ান রায়ান রিকেলটন

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বছর শুরু হয়েছে আলাদা তিনটি টেস্ট ম্যাচ দিয়ে। ভিন্ন তিনটি ভেন্যুতে খেলছে ভারত-অস্ট্রেলিয়া, আফগানিস্তান-জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান। চলতি এই তিন টেস্টের মধ্যে ২০২৫ সালে সবার আগে সেঞ্চুরি ছুঁয়েছেন দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন।

পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়নে রুদ্ধশ্বাস প্রথম টেস্ট জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আজ কেপ টাউনে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট।  টসে জিতে ব্যাট করতে নেমে এইডেন মার্করামের সাথে ৬১ রানের জুটি গড়েন রিকেলটন। যদিও শুরুর সেই ছন্দ ধরে রাখতে পারেনি প্রোটিয়ারা। ১১ রানের ব্যবধানে হারায় প্রথম তিন উইকেট।

বিজ্ঞাপন

তবে একপ্রান্ত আগলে ছিলেন রিকেলটন। শুধু আগলেই রাখেননি ব্যাটিং অর্ডার,  দারুন সব স্ট্রোকপ্লেতে ১৩৫ বলে ছুঁয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। সেঞ্চুরির পথে চার মেরেছেন ১৪টি। চতুর্থ উইকেটে অধিনায়ক টেম্বা বাভুমার সাথেও গড়েছেন ১১২ রানের জুটি।

১০৬ রানের অপরাজিত থেকে চা-বিরতিতে গেছেন রিকেলটন। দিনের দুই সেশন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৮৪/৩।

সারাবাংলা/জেটি

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দল

বিজ্ঞাপন

সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
৫ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর