ফরাসিদের কষ্টার্জিত জয়
১৬ জুন ২০১৮ ১৮:০০
।। সারাবাংলা ডেস্ক ।।
বিশ্বকাপের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে কষ্টার্জিত জয় পেয়েছে ফ্রান্স। প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ২-১ গোলের জয় তুলে নেয় তারা।
ম্যাচের প্রথম আট মিনিট আক্রমণ করলেও এরপর অস্ট্রেলিয়াকে সেভাবে কোনো পরীক্ষাতেই ফেলতে পারেনি ফ্রান্স। ম্যাচের শুরুর দিকে বল নিয়ন্ত্রণে রেখে কিছুটা আক্রমণ করতে থাকে পগবা-গ্রিজম্যানরা। ম্যাচের ৪ মিনিটে ফাউল থেকে ফ্রি-কিক নেন পগবা। তার নেয়া জোরালো শট থামিয়ে দেন অস্ট্রেলিয়ান গোলরক্ষক ম্যাথ্যু রায়ান।
এরপর ম্যাচের ১৩ মিনিটে হার্নান্দেজকে ফাউল করে হলুদ কার্ড দেখেন অস্ট্রেলিয়ার ম্যাথ্যু লেকি। এরপর বল নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে খেলতে থাকে অস্ট্রেলিয়া। প্রথমার্ধের সবচেয়ে সেরা সুযোগটাও পেয়েছিল তারা, কিন্তু বল ঠেকিয়ে দিয়ে ফ্রান্সের জাল সুরক্ষিত করেন গোলরক্ষক হুগো লরিস।
প্রথমার্ধে অস্ট্রেলিয়া গোলরক্ষক ম্যাথ্যু রায়ান ফ্রান্সের নিখুঁত চারটি শট থামিয়ে দেন, যা চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো গোলরক্ষকের পক্ষে সর্বোচ্চ।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। ম্যাচের ৫৮ মিনিটে গ্রিজম্যানকে ফাউল করেন অস্ট্রেলিয়ার রিডসন। ভিডিও রেফারির মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্ত দেয়ার পর বাঁ পায়ের দারুণ শটে গোল করেন গ্রিজম্যান (১-০)।
এরপর ম্যাচের ৬২ মিনিটে ডি-বক্সে উমতিতির হাতে বল লাগলে পেনাল্টি পেয়ে যায় অস্ট্রেলিয়া। পেনাল্টি থেকে ডান পায়ের শটে গোল করে সমতায় ফেরান জেদিনাক (১-১)।
ম্যাচের ৭০ মিনিটে গ্রিজম্যানের বদলি হিসেবে অলিভিয়ের জিরুদ এবং ওসমান ডেম্বেলের বদলি হিসেবে মাঠে নামেন নাবিল ফেকির। ছয় মিনিট পর অস্ট্রেলিয়ার টমি জুরিককে ফাউল করে হলুদ কার্ড দেখেন কোরেন্তিন তোলিসো। এর এক মিনিট পর তোলিসোকে উঠিয়ে মাঠে নামানো হয় ব্লাইজ মাতৌদি।
এরপর ম্যাচের ৮০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে অস্ট্রেলিয়ার গোললাইন পার করেন ফরাসী ফরোয়ার্ড পগবা (২-১)।
চার মিনিট পর ফাউল করে হলুদ কার্ড দেখেন অস্ট্রেলিয়ার আজিজ বেহিচ।
শেষ দিকে আর গোল না হওয়ায় ২-১ গোলে জয় পায় ফ্রান্স।
সারাবাংলা/এসএন