বিপিএলে সিলেট পর্বের টিকিট পাওয়া যাবে যেভাবে
৪ জানুয়ারি ২০২৫ ২২:২৬ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ২২:৩৬
ঢাকার প্রথম পর্ব শেষ, বিপিএল এখন সিলেটে। আগামী ৬ জানুয়ারী থেকে শুরু হবে সিলেট পর্বের খেলা। আজ থেকে অনলাইনে মিলবে সিলেট পর্বের টিকিট। আগামীকাল থেকে সিলেট শহরের তিনটি বুথে সরাসরি টিকিট পাওয়া যাবে।
আজ শনিবার (৪ জানুয়ারী) বিপিএলের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে বিষয়টি। অনলাইনে টিকিট পাওয়া যাবে এই ঠিকানায়- https://www.gobcbticket.com.bd
অফলাইনে আগামীকাল সকাল ১০টা থেকে টিকিট পাওয়া যাবে সিলেট শিশু একাডেমি ও মধুমতি ব্যাংক, আম্বরখানা শাখা থেকে। আর বিকেল ৩টা থেকে টিকিট পাওয়া যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বুথ থেকে।
সিলেটে সর্বনিম্ন টিকিট মূল্য ১৫০ টাকা, আর সর্বোচ্চ ২ হাজার টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড, পশ্চিম গ্যালারি ও গ্রিন হিল অ্যারিয়ার টিকিট মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। পূর্ব গ্যালারির টিকিট মূল্য ২৫০ টাকা। ক্লাব হাউজের টিকিট মূল্য ৫০০ টাকা। জিরো ওয়েস্ট জোনে বসে খেলা দেখতে খরচ করতে হবে ৬০০ টাকা। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট মূল্য ২ হাজার টাকা।
আগামী ৬ তারিখ থেকে শুরু হবে বিপিএলের সিলেট পর্ব চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে।
সারাবাংলা/এসএইচএস